সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেপ্তার
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোজাজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হাসান সরদার।
তিনি বলেন, “হ্যাঁ, আজকে বিকেল সাড়ে তিনটায় তাকে হাইকোর্ট এলাকা থেকে আমাদের একটা টিম তাকে অ্যারেস্ট করেছে।”
এর আগে পিবিআইয়ের তদন্তে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি মোবাইল ধারণ করে তা ইন্টারনেটে ছড়ানোর ‘প্রমাণ’ পাওয়ায় গত ২৭ মে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।
গত মার্চ মাসে নুসরাত জাহান রাফি তার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করার পর ঘটনার তদন্ত করতে সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন তাকে থানায় ডেকে নিয়ে জবানবন্দি নেন। এর কয়েকদিন পর নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে সারাদেশে আলোচনার মধ্যে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অগ্নিদগ্ধ এই মাদ্রাসাছাত্রীর মৃত্যুর পর, ওই ভিডিও ছড়ানোর জন্য ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
এর পরবর্তিতে পিবিআই যে তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেখানে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানান তারা।