অধিনায়ক মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহনীর
দীর্ঘ বিরতির পর ৩১ মে মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। শুরুর দিনে বৃষ্টির হানা থাকলেও ওভার কমিয়ে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জয় দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট শুরু করেছে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দলের জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ডিএল পদ্ধতিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১২০ রান রান তোলে পারটেক্স। এরপর শুরু হয় বৃষ্টি। ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে আবাহনীর নতুন লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় ঐতিহ্যবাহী ক্লাবটি। বিকিএসপির দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে।
১০ ওভারে ৭০ রান বড় লক্ষ্য না হলেও শুরুটা ভালো করতে পারেনি আবাহনী। ৭.২ ওভারে ৩ উইকেট ৪৭ রান তোলে দলটি। চাপে পড়লেও দলকে তা বুঝতে দেননি মুশফিক। শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও শেষ পর্যন্ত ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন আবাহনীর অধিনায়ক।
নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তরা রানের দেখা পাননি। নাঈম ১৭ বলে ১৯ রান করে আউট হন। ৫ বলে ১ রান করে থামেন শান্ত! তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনও ব্যাট চালাতে পারেননি। ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। পারটেক্সের ইমরান আলী, শাহবাজ ও নেহাদুজ্জামান একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা পারটেক্সের ১২০ রানে সবচেয়ে বড় অবদান অধিনায়ক তাসামুল হকের। ৬৫ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার ইনিংসটি ৫৪ বলে ৯ চারে সাজানো। শেষ দিকে মঈন খান ২২ রান করেন। আবাহনীর স্পিনার তাইজুল ইসলাম মাত্র ১২ রান খরচায় ২টি উইকেট নেন। পেসার মেহেদী হাসান রানার শিকারও ২টি উইকেট।