অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্থগিত
করোনাভাইরাসের প্রকোপে বৈশ্বিক অনেক টুর্নামেন্টই স্থগিত হয়ে গেছে। দীর্ঘদিনের বিরতির পর খেলাধুলা মাঠে ফিরতে শুরু করলেও ফেরেনি স্বাভাবিক অবস্থা। যে কারণে বন্ধের মিছিলে এখনও যোগ হচ্ছে নতুন টুর্নামেন্টের নাম। তেমনই একটা নাম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
যুবাদের এই আসরটি স্থগিত করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়ার কথা ছিল ছোটদের এশিয়া কাপ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব নয় বলে মনে করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ কারণে যুবাদের এশিয়া কাপ স্থগিত করা হয়েছে।
টুর্নামেন্টটি স্থগিত হওয়ার ব্যাপারটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার ।
তিনি বলেন, 'এশিয়া কাপ এসিসির টুর্নামেন্ট। তারা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যুব এশিয়া কাপ স্থগিত করেছে। যখন পরিস্থিতি অনুকূলে আসবে, তখন নতুন করে সূচী করা হবে। সবকিছু ঠিক থাকলে ২০২১ সালে আসরটি অনুষ্ঠিত হবে।'
আট দল নিয়ে আগামী ১৮ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল যুব এশিয়া কাপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্বাগতিক আরব আমিরাতের সরাসরি এশিয়া কাপে খেলার কথা ছিল।
এ ছাড়া কোয়ালিফাই করে উঠে আসা আরও দুটি দলসহ মোট ৮ দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যুব এশিয়া কাপের সর্বশেষ আসরটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতের যুবারা।