অবসর নিচ্ছেন সর্বকালের সেরা সুমো পালোয়ান হাকুহো
সুমো থেকে এবার অবসর নিচ্ছেন রেসলিংয়ের সর্বশ্রেষ্ঠ চ্যাম্পিয়ন হাকুহো শো। এক হাজারেরও বেশি জয়ের পর সুমোকে বিদায় জানাচ্ছেন তিনি।
মাত্র ১৫ বছর বয়সে মঙ্গোলিয়া থেকে জাপানে আসার পর সুমো রেসলিংয়ের সঙ্গে যুক্ত হন হাকুহো। অচিরেই সুমো কুস্তির শীর্ষে উঠে আসেন তিনি।
কিন্তু ৩৬ বছর বয়সের এই পালোয়ান হাঁটুতে ক্রমাগত চোটের কারণে গত বছর 'ইনজুরি অ্যাবসেন্সের' একটি সতর্কতা পান।
শেষ পর্যন্ত সুমোকে বিদায় জানানোর কথা ভাবলেন তিনি।
তার ক্রীড়াজীবনে, ইতিহাসের অন্য যে কোন সুমো পালোয়ানের চেয়ে বেশি শিরোপা, জয় এবং নিখুঁত চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছিলেন হাকুহো। এখন পর্যন্ত মোট ১১৮৭টি ম্যাচ জিতেছেন তিনি। সুমোর ইতিহাসে অনন্যতম রেকর্ড এটি।
২০০১ সালে সুমোতে অভিষেক করা হাকুহো ছয় বছর পরে ইয়োকোজুনায় (সুমোতে সর্বোচ্চ পদ) উন্নীত হন। তিনি মূলত তার আক্রমণাত্মক স্টাইলের জন্যই পরিচিত। তার খেলা দেখার জন্য অনেক দর্শকই সুমোতে আগ্রহী হয়ে ওঠেন।
এই বছরের শুরুতে হাকুহোর ডান হাঁটুতে একটি অপারেশন করা হয়।
এর আগে, গত নভেম্বরে ইয়োকোজুনা ডিলিবারেশন কাউন্সিল থেকে একটি সতর্কবার্তা পেয়েছিলেন তিনি।
জুলাই মাসে তার ৪৫তম টুর্নামেন্ট জেতার পর, জাপানি সম্প্রচার সংস্থা এনএইচকেকে নিজের শারীরিক অবস্থার অবনতি এবং ক্যারিয়ার নিয়ে চিন্তার কথা জানান এই পালোয়ান।
উল্লেখ্য, হাকুহো ২০১৯ সালে জাপানের নাগরিকত্ব পান। এর ফলে, ভবিষ্যতে জাপানের নতুন কুস্তিগীরদের প্রশিক্ষণ দেওয়ার অধিকার লাভ করেন তিনি।
তিনি বলেন, কুস্তিগীরদেরকে প্রশিক্ষণ দিতে পারলে সেটি হবে খেলাধুলার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম।
- সূত্র- বিবিসি