অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ঢাকায়
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভাড়া করা বিমানে ওয়েস্ট ইন্ডিজ থেকে বিকাল সোয়া ৪টায় ঢাকা পৌঁছায় সফরকারীরা। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছেছে তারা। তিন দিনের কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করতে পারবে অস্ট্রেলিয়া।
করোনাকাল হওয়ায় বিমানবন্দরে প্রবেশ করেনি অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়ানদের ইমিগ্রেশন হয়েছে বিশেষ ব্যবস্থায়। সবার পাসপোর্ট জীবাণুমুক্ত করে তিন দিন পর তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ দলও জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সরাসরি হোটেলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে। বাংলাদেশের ক্রিকেটারদেরও তিন দিন কোয়ারেন্টিন করতে হবে। এরপর অনুশীলনে নামা যাবে।
বাংলাদেশ সফরে অনেক তারকা ক্রিকেটারকেই দলে পাচ্ছে না অস্ট্রেলিয়া। আগেই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টয়নিস। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চও এই সফরে আসেননি।
একইভাবে বাংলাদেশও তাদের পুরো শক্তির দল পাচ্ছে না। জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরে জৈব সুরক্ষা বলয়ে না থাকায় অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। চোটের কারণে খেলা হবে না আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালেরও। পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন লিটন কুমার দাস। মুস্তাফিজুর রহমানের খেলা নিয়েও আছে শঙ্কা।
তিন দিনের কোয়ারেন্টিনের পর ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যা ৬টা থেকে ম্যাচ শুরু হতে পারে। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল তারা।
অস্ট্রেলিয়া দল: অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জশ হ্যাজলউড, ময়জেস হেনরিকেস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা।