অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না মুশফিকের
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বৃহস্পতিবার সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিনই বড় দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। ঘরের মাঠের এই সিরিজে খেলতে পারবেন না মুশফিকুর রহিম।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট খেলেই দেশে ফেরেন মুশফিক। বাবা-মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে আসেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এবার ঘরের মাঠে অজিদের বিপক্ষেও তাকে দলে পাচ্ছে না বাংলাদেশ। কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় অস্ট্রেলিয়া দল কোনো ছাড় না দেওয়ায় দলের অন্যতম ব্যাটিং ভরসা মুশফিকের খেলা হচ্ছে না।
করোনাকালে সফর করলেও বাংলাদেশকে বেশ কয়েকটি শর্ত দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে একটি কোয়ারেন্টিন বিষয়ক। তাদের চাওয়া, তারা ঢাকায় পা রাখার ১০ দিন আগ থেকে বাংলাদেশ দল, আম্পায়ার-ম্যাচ রেফারিসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ কারণেই জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরে সরাসরি টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
মুশফিক জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে জৈব সুরক্ষা বলয়ে না থাকায় অস্ট্রেলিয়া সিরিজে তার খেলা নিয়ে জটিলতা তৈরি হয়। মুশফিককে দলে পেতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে যোগাযোগ করে যাচ্ছিল বিসিবি। শুধু মুশফিকের কোয়ারেন্টিনে ছাড় দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু বিসিবির অনুরোধ রাখেনি তারা।
ঘরের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার খুব আগ্রহ থাকলেও মুশফিককে থাকতে হচ্ছে দর্শক হয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চাইলে আরও দুদিন আগে কোয়ারেন্টিন শুরু করতে হতো তাকে।
এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বাবা-মা অসুস্থ থাকায় মুশফিক চলে আসে। মুশফিক খেলতে চেয়েছিল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের শর্ত থেকে ছাড় দেয়নি। ওদের চাওয়ার বাইরে যাওয়ার সুযোগ নেই। মুশফিককে ছাড়াই খেলতে হবে আমাদের। কঠিন এই অবস্থায় এটা মেনে নিতেই হবে।'
পূর্ব পরিকল্পনামাফিক বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার সবগুলো টি-টোয়েন্টি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ম্যাচগুলো আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। পাঁচটি ম্যাচই হবে দিবারাত্রির, তবে এখনও ম্যাচ শুরুর সময় জানানো হয়নি।