আইচ মোল্লার সেঞ্চুরি, দুই ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশ যুবাদের
কষ্টের জয়ে সিরিজ শুরু হয়েছিল। পরের ম্যাচেও ঘাম ঝরিয়ে জিততে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে। কিন্তু তৃতীয় যুব আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারলো না আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আইচ মোল্লার সেঞ্চরির পর নাঈমুর রহমানের স্পিন ভেল্কিতে বিশাল এক জয় তুলে নিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ যুবারা।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগান যুবাদের ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত হলো বাংলাদেশের, ঘরের মাঠের দলটি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ম্যাচ সেরা আইচ মোল্লার ১০৮ রানের সুবাদে ৬ উইকেটে ২২২ রান তোলে বাংলাদেশ। জবাবে নাঈমুর রহমান, রিপন মন্ডলদের বোরিং তোপের মুখে ৩৯.৪ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারানো আফগান যুবারা শুরুর চাপ আর কাটিয়ে উঠতে পারেনি। নিয়মিত ধারায় উইকেট হারিয়ে গেছে তারা। তাদের কোনো ব্যাটসম্যান তিরিশোর্ধ রানও করতে পারেননি। সর্বোচ্চ ২২ রান করেন বিলাল সায়েদী।
এ ছাড়া সুলিমান সাফী ১৮, অধিনায়ক ইজাজ আহমেদ ২১ ও জাহিদুল্লাহ সালিমি ১৩ রান করেন। এই চারজনই কেবল দুই অঙ্কের রান করতে পেরেছেন। অসাধারণ বোলিং করেছেন নাঈমুর। বাঁহাতি এই স্পিনার ৭.৪ ওভারে মাত ১৭ রান খরচায় ৫টি উইকেট নেন। রিপনের শিকার ৩ উইকেট। এ ছাড়া ২ উইকেট নেন আরিফুল ইসলাম।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংস অনেকটা একাই এগিয়ে নিয়ে যান আইচ মোল্লা। ডানহাতি এই ব্যাটসম্যান ১৩০ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। এ ছাড়া আবদুল্লাহ আল মামুম অপরাজিত ৩২, মফিজুল ইসলাম ২৭ ও তাহজিবুল ইসলাম ১৮ রান করেন। আফগান বাঁহাতি পেসার ফয়সাল খান আহমাদজাই সর্বোচ্চ ৩টি উইকেট নেন।