আবারও বাফুফের মসনদে কাজী সালাউদ্দিন
অনেক সমালোচনা হলো, রাস্তায় রাস্তায় দেখা গেল মানববন্ধন। পরিবর্তনের কথা শোনালেন কেউ কেউ। কিন্তু হাওয়া বদল আর হলো না। পুরনো গল্পেই নতুন মাত্রা যোগ হলো। আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। টানা চতুর্থবারের মতো বাফুফের মসনদে অধিষ্ঠিত হলেন তিনি।
বাফুফের সভাপতি পদে নির্বাচন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়ও। ১২ বছর ধরে বাফুফে প্রধানের পদে থাকা সালাউদ্দিনের বিপক্ষে ভোটের লড়াইয়ে পাত্তাই পাননি এ দুজন। ১৩৫ ভোটের মধ্যে সালাউদ্দিনের পক্ষে পড়েছে ৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। মাত্র ১টি ভোট পেয়েছেন শফিকুল ইসলাম মানিক।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সম্মিলিত পরিষদের সালাম মুর্শেদী। এই পদে তার বিপক্ষে লড়েছেন সমন্বয় পরিষদের শেখ মোহাম্মদ আসলাম। সালাম মুর্শেদী পেয়েছেন ৯১ ভোট। শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট। কাজী সালাউদ্দিনের মতো টানা চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন সালাম মুর্শেদী। সোয়া আটটার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।
চারটি সহ-সভাপতি পদের মধ্যে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইমরুল হাসান (৮৯ ভোট), কাজী নাবিল আহমেদ (৮১), আতাউর রহমান ভূঁইয়া মানিক (৭৫)। স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেহ মহী সমান ৬৫টি করে ভোট পেয়েছেন। চতুর্থ সহ-সভাপতি পদের জন্য এই দুই প্রার্থীর মধ্যে আবারও নির্বাচন হবে। আগামী ৩১ অক্টোবর বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে নির্বাচন।
নির্বাচিত হওয়া ১৫ জন সদস্য হলেন জাকির হোসেন চৌধুরী (৮৭), আব্দুল ওয়াদুদ পিন্টু (৮৬), বিজন বড়ুয়া (৮৫), আরিফ হোসেন মুন (৮৫), মোঃ নুরুল ইসলাম নুরু (৮৪), মোঃ মহিউদ্দিন আহমেদ (৮৪), টিপু সুলতান (৮১), সত্যজিৎ দাস রুপু (৭৬), মোঃ ইলিয়াছ হোসেন (৭৫), ইমতিয়াজ হামিদ সবুজ (৭৪), মাহফুজা আক্তার কিরণ (৭০), হারুনুর রশীদ (৭০), আমের খান (৬৯), সাইফুল ইসলাম (৬৯) ও মহিদুর রহমান মিরাজ (৬৮)।
সভাপতিসহ মোট ২১টি পদে এবারের নির্বাচনে মোট ৪৭ জন প্রার্থী লড়েছেন। সোনারগাঁও হোটেলে বার্ষিক সাধারণ সভার পর শনিবার দুপুর ২টায় শুরু হয় ভোট গ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১৩৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩৫ জন। ভোট দেননি চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর তরফদার মোহাম্মদ রুহুল আমীন ও ফরিদপুরের কাউন্সিলর খন্দকার নাজমুল ইসলাম লেভী মোট ৪জন।
২০০৮ সালে প্রথমবারের মতো দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। মেজর জেনারেল আমিন আহমেদকে হারিয়ে সেবার বাফুফে প্রধানের চেয়ার জেতেন দেশের সাবেক তারকা এই ফুটবলার।
পরের দফায় নির্বাচন করতে হয়নি সালাউদ্দিনকে। ২০১২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন কিংবদন্তি এই ফুটবলার। ২০১৬ বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কামরুল আশরাফকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাফুফে সভাপতি হন সালাউদ্দিন। এবার তার কাছে হার মানলেন জাতীয় দলের দুই সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়।