আমি তো সাড়ে ছয় বছর ধরে লকডাউন আছি: শ্রীশান্থ
নিস্তব্ধতা গিলে নিয়েছে পুরো বিশ্বকে। করোনাভাইরাসের ছোবলে যে স্থবিরতা নেমে এসেছে, এর সঙ্গে কখনই দেখা হয়নি বিশ্ববাসীর। করোনাভাইরাসে প্রকোপে ঘরবন্দি বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষ। লম্বা সময় ধরে ভারতে চলছে লকডাউন। কবে শেষ হবে এই বন্দি অবস্থা, তা কারো জানা নেই। উল্টো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে দেশটিতে। বাড়তে পারে লকডাউনের সময় সীমা।
অন্য দেশের মতো ভারতের মানুষজনও ঘরবন্দি অবস্থায় হাঁপিয়ে উঠেছেন। লডডাউনের সময় বাড়লে বন্দি অবস্থায় আরও কঠিন সময় পার করতে হবে সবাইকে। এমন সময় কতটা কঠিন, সেটা অন্যদের চেয়ে ভালো বুঝতে পারেন ভারতের পেসার শ্রীশান্থ। বন্দি এই অবস্থার সঙ্গে নিজের ক্যারিয়ারকে মিলিয়েছেন ফিক্সিংয়ের দায়ে ২০১৩ সালে ক্রিকেট থেকে ছিটকে যাওয়া ভারতীয় এই পেসার।
সাত বছর আগের ঘটনা। ২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিং কাণ্ডে জড়ায় শ্রীশান্থের নাম। আদতে ওখানেই তার ক্যারিয়ারের ইতি টানা হয়ে যায়। এরপর এই আদালত থেকে সেই আদালত, বিসিসিআই থেকে রাজ্য ক্রিকেট সংস্থা; অনেক জায়গাতেই শ্রীশান্থ দৌড়েছেন ক্রিকেটে ফেরার জন্য। কিন্তু পারেননি, নির্বাসনেই থেকে যেতে হয়েছে ভারত দলের এক সময়ের নিয়মিত এই সদস্যকে।
অবশেষে মুক্ত হতে যাচ্ছেন শ্রীশান্থ। আগামী সেপ্টেম্বরে তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। সেপ্টেম্বরের পর ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই ৩৭ বছর বয়সী এই পেসারের ক্ষেত্রে। এই বয়সে ক্রিকেটে ফিরে কিছু করা সম্ভব কিনা, সেটা না ভেবে ক্রিকেটে ফেরার অপেক্ষাই করে যাচ্ছেন ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলা শ্রীশান্থ।
বন্দি অবস্থায় কতটা খারাপ সময় যায়, সেটা শ্রীশান্থই ভালো জানেন। দুই-এক বছর নয়, প্রিয় ক্রিকেট থেকে সাড়ে ছয় বছরেরও বেশি সময় ধরে দূরে আছেন তিনি। তাই চলমান লকডাউনের সঙ্গে নিজের বন্দি অবস্থার তুলনা করেছেন শ্রীশান্থ।
ডানহাতি এই পেসার এক সাক্ষাৎকারে বলেছেন, 'দেখুন, সবাই দুই মাসের মতো সময় ধরে লকডাউন আছে। কিন্তু আমার পেশাগত দিক থেকে ভাবলে, আমি তো সাড়ে ছয় বছর ধরে লকডাউন আছি। লম্বা এই সময়ে আমি শুধু সিনেমা, টিভিতে অভিনয় করেছি। কিন্তু যেটা আমার সবচেয়ে ভালোবাসার খেলা, সেই ক্রিকেট থেকেই দূরে সরিয়ে রাখা হয়েছে আমাকে। ক্রিকেট আমার সাথে ছিল না।'
শ্রীশান্থ আরও বলেন, 'আমি একদিক থেকে ভাগ্যবান ছিলাম। যখন মাঠে নামার অনুমতি আমার ছিল না, তখন আমি আমার বাড়িতে ইনডোর সুবিধা দিয়ে ফিটনেসের বিভিন্ন কাজ করেছি। আমার বাড়িতে ভালো সুবিধা আছে, এটা নিশ্চিত করতে আমি অনেক সময় ব্যয় করেছি ফিটনেসের পেছনে। কারণ বাইরে যাওয়ার উপায় ছিল না আমার।'
ক্রিকেটে ফিরতে না পারলেও নিজেকে লুকিয়ে রাখেননি শ্রীশান্থ। মালায়ালাম বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া টিভিতেও অভিনয় করেছেন শ্রীশান্থ। নিষেধাজ্ঞার লম্বা এই সময়টা মূলত অভিনয়ের পেছনেই ব্যয় করেছেন ভারতীয় এই পেসার।