আয়োজকদের দৃষ্টিতে বিশ্বকাপ আয়োজন ‘অবাস্তব’
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতেই বেশ কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। অলিম্পিক, ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট এক বছর করে পিছিয়ে গেছে। স্থগিত আছে ক্রিকেটেরও অনেক সিরিজ। তবে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সময় থাকায় বিশ্বকাপ আয়োজনে সর্বশেষ চেষ্টার কথা জানিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু সময় যতো ঘনিয়ে আসছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা ততো ক্ষীণ হচ্ছে। এমন অবস্থায় বিশ্বকাপ আয়োজন যে খুবই কঠিন কাজ, সেটা মেনে নিচ্ছে আয়োজক দেশ অস্ট্রেলিয়াও।
বেশ আগে থেকেই ঝুঁকির কথা বলে আসছে অস্ট্রেলিয়া। এবার আয়োজকরা বলছে এ বছর বিশ্বকাপ আয়োজন অবাস্তব। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস এমনই জানিয়েছেন।
মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন, 'আনুষ্ঠানিকভাবে যদিও বিশ্বকাপ এখনও বাতিল হয়নি বা পিছিয়ে যায়নি, কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের নানা প্রান্ত থেকে ১৬টি দলকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা, যেখানে বেশির ভাগ দেশেই কোভিড এখনও বাড়ছে, আমার মতে, বিশ্বকাপ আয়োজন অবাস্তব, কিংবা খুব, খুব কঠিন হবে।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে নিয়মিত সভা করে আসছে আইসিসি। গত ১০ জুনও একটি সভা অনুষ্ঠিত হয়। কিন্তু আগের মতো এই সভাতেই কোনো সিদ্ধান্ত আসেনি। বরং আরও এক মাস সময় নেওয়া হয়েছে। আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।