উজ্জীবিত হয়ে আছেন সাব্বির
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠে নামার সুযোগ হয়নি। ঘরবন্দি অবস্থায় সময় কেটেছে প্রায় ৫ মাসের মতো। অবশেষে অচলাবস্থা ভাঙছে, একক অনুশীলনের পর দলীয় অনুশীলন শুরুর কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলা শুরু হবে, এটা ভেবেই উজ্জীবিত হয়ে আছেন সাব্বির রহমান।
শনিবার থেকে শুরু হওয়া একক অনুশীলনে অংশ নিয়েছেন সাব্বির। রোববার মিরপুরে ব্যাটিং, রানিং ও জিম করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। মাঠে ফিরে সবার মতো সাব্বিরও উচ্ছ্বসিত। চিরচেনা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে কেমন অনুভূতি কাজ করছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারলেন না ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার।
রোববার অনুশীলনের পর সাব্বির বলেন, 'প্রায় পাঁচ মাস পর এই মাঠে আসা। অনুভূতি প্রকাশ করতে পারব না, খুব ভালো লাগছে। ব্যাটিং করলাম, বিসিবি যেসব নির্দেশনা দিয়েছে, সেসব নিয়ম মেনে চলছি। একজনের পর আরেকজনের খুব ভালো সুযোগ-সুবিধা অনুশীলনের জন্য। সবাই সময় মেনে চলছে।'
স্বাভাবিক হচ্ছে অবস্থা, শ্রীলঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এটা ভেবেই উজ্জীবিত হয়ে উঠেছেন সাব্বির। তিনি বলেন, 'আমাদের দেশে যদি সব ঠিকঠাক থাকে, আমরা খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ম্যাচ খেলব। খুব উজ্জীবিত হয়ে আছি আমরা খেলার জন্য। খুব মরিয়া হয়ে আছি। এর জন্য আমরা অনুশীলন করছি। নিজেদের ফিট রাখার জন্য এবং ভালো কিছু করার জন্য। আশা করি খেলা শুরু হলে ভালো কিছু করব।'
আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে, এটাও স্বস্তির ব্যাপার সাব্বিরের জন্য, 'অনেকদিন ধরেই আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট বন্ধ আছে। সব খেলোয়াড়ই তাকিয়ে আছে কবে শুরু হবে। মাঝে মাঝে হতাশাও কাজ করছে। অনেকদিন পার হয়ে গেছে। ইংল্যান্ড-পাকিস্তান যখন খেলছে বা ওয়েস্ট ইন্ডিজ যখন খেলেছে, তখন খুব ভালো লেগেছে। অন্তত খেলা তো শুরু হয়েছে।'
লকডাউনের সময় রাজশাহীতে নিজের মতো কাজ করেছেন সাব্বির। ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'করোনার কারণে খুব একটা সুযোগ-সুবিধা পাইনি অনুশীলনের। বাসায় ফিটনেসের কিছু কাজ করেছি। এরপর রাজশাহীতে ইনডোরের সুবিধা নিয়েছি একা একা। ক্লেমন জিমনেসিয়াম ব্যবহার করতে পেরেছি। ওখানে আমি সন্ধ্যা বা রাতে একা একা কাজ করেছি।'