এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ম্যাচের আশা ছাড়েনি বিসিবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত বছরের মার্চে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তারিখও চূড়ান্ত হয়ে গিয়েছিল। বিশ্বের নামিদামি ক্রিকেটারদের অংশগ্রহণে গত বছরের ২১ ও ২২ মার্চ মিরপুরে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরআগে ১৮ মার্চ এ আর রহমানের কনসার্ট হওয়ার কথা ছিল।
করোনার প্রকোপের কারণে জাতীয় দলের খেলাই যেখানে বন্ধ ছিল দীর্ঘদিন, সেখানে ম্যাচ দুটি আয়োজন সম্ভব ছিল না। তবে এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ক্রিকেট সিরিজ আয়োজনের আশা এখনও ছাড়েনি বিসিবি। মুজিব বর্ষের মেয়াদ বাড়ায় সামনের যেকোনো সময়ে ম্যাচ দুটি আয়োজন করা সম্ভব বলে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সুযোগ হলে দ্রুততার সঙ্গে সিরিজ আয়োজন করতে চায় বিসিবি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে বুধবার বিসিবিতে কোরআন পাঠ ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। এই অনুষ্ঠানে এসে এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ক্রিকেট সিরিজ নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।
নাজমুল হাসান বলেন, 'যেহেতু জন্মশতবার্ষিকী উদযাপন বাড়ানো হয়েছে ডিসেম্বর পর্যন্ত, সে জন্য আমরা আশার আলো দেখছি। হয়তো এটা আবার করা যেতে পারে। সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে, কোভিড পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। সেটাও আমাদের চোখে রাখতে হচ্ছে যে কোন দিকে যায় না যায়। তবে অবশ্যই ইচ্ছা যতো তাড়াতাড়ি সম্ভব এই টুর্নামেন্টটি করা।'
কীভাবে সিরিজটি আয়োজন করা যায়, কোন কোন ক্রিকেটারদের নিয়ে একাদশ গড়া যেতে পারে; এ নিয়ে নতুন করে কাজ করছে বিসিবি। বিসিব সভাপতি বলেন, 'কখন কী করা যায়, কী ধরনের খেলোয়াড় পাওয়া যেতে পারে, কোন সময় থেকে পাওয়া যাবে, এসব চিন্তা করেই আমরা একটা পরিকল্পনা তৈরি করছি।'
'আমাদের পরিকল্পনা ছিল, এই মাসের শেষের মধ্যেই আমরা যোগাযোগ করতে পারব। যেহেতু আমাদের কোভিড আক্রান্তের সংখ্যা কমে এসেছিল। কিন্তু এখন যেভাবে বাড়ছে, তাতে করে তো একটু শঙ্কিত। অনেক দেশ আবার লকডাউনে চলে যাচ্ছে। তবে এটুকু নিশ্চিত করতে পারি, যদি সুযোগ পাই, প্রথম সুযোগেই আমরা এই খেলাটা আয়োজন করে ফেলব।' যোগ করেন নাজমুল হাসান।
গত বছর ম্যাচ দুটির তারিখসহ প্রায় সব কিছুই চূড়ান্ত হয়ে গিয়েছিল। কোন একাদশে কারা খেলবেন সেটাও জানিয়েছিল বিসিবি। এশিয়া একাদশে খেলার কথা ছিল শিখর ধাওয়ান, ঋষভ পন্ত , কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাসদের। একটি করে ম্যাচ খেলার কথা ছিল লোকেশ রাহুল ও বিরাট কোহলির।
বিশ্ব একাদশে খেলার কথা ছিল কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কটরেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, আলেক্স হেলস, ফাফ ডু প্লেসি, লুঙ্গি এনগিডি, এন্ড্রো টাই, মিচেল ম্যাকলেনাগান।