ওল্ড ট্রাফোর্ডে ধুঁকছে ইংল্যান্ড
শুরুতেই নামলেন শান মাসুদ। মাঝে সঙ্গী হিসেবে পেলেন কেবল বাবর আজম ও শাদাব খানকে। বাকিটা লড়াই শুধু তারই। যেটা চললো শেষ পর্যন্ত। দশম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের ওপেনার যখন আউট হলেন, তখন তার নামের পাশে মহামূল্যবান ১৫৬ রান। তাতে পাকিস্তানের প্রথম ইনিংসও হলো কিছুটা দর্শনীয়, স্কোরকার্ডে জমা হলো ৩২৬ রান।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লড়াকু স্কোর গড়ে বল হাতেও দাপুটে পাকিস্তান। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে রীতিমতো মাঝ দরিয়াতেই পড়ে যেতে হয়েছে ইংলিশদের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬২ রানেই ৪ উইকেট হারানো ইংল্যান্ড ৯২ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। অলি পোপ ৪৬ ও জস বাটলার ১৫ রানে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে শুরুতেই দিক ভুলিয়ে দেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। দলীয় ৪ রানেই ইংলিশ ওপেনার রোরি বার্নসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন শাহিন শাহ। শুরুর এই চাপ কাটিয়ে ওঠার আগেই ইংলিশ শিবিরে আঘাত হানেন আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস।
আগুনে বোলিংয়ে দলীয় ১২ রানেই ডম সিবলি ও বেন স্টোকসকে ফিরিয়ে দেন ডানহাতি এই পেসার। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট চাপ কাটিয়ে তোলার চেষ্টা করলেও পেরে ওঠেননি। পাকিস্তানি লেগ স্পিনার ইয়াশির শাহর শিকারে পরিণত হতে হয় ১৫ রান করা রুটকে। প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ইংল্যান্ড এখনও ২৩৪ রানে পিছিয়ে।
এরআগে বৃষ্টির কবলে পড়ে পাকিস্তানের প্রথম ইনিংস। ৪৯ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তুলে প্রথম দিন শেষ করে তারা। প্রথম দিন শেষে অপরাজিত থাকেন শান মাসুদ ও বাবর আজম। দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না তাদের। ৬৯ রানে আগের দিন অপরাজিত থাকা বাবর এদিন আর কোনো রান করতে পারেননি।
এরপর আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ানরাও দ্রুত ফেরেন। শান মাসুদকে কিছুটা সময় সঙ্গ দেন ৪৫ রান করা শাদাব খান। এরপর একাই লড়েছেন ইনিংস উদ্বোধন করতে নামা শান মাসুদ। বাকিদের নিয়ে ওয়ান ম্যান আর্মির মতো সামনে এগিয়ে যান তিনি। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩১৯ বলে ১৮টি চার ও ২টি ছক্কায় ১৫৬ রানের অসাধারণ ইনিংস খেলেন মাসুদ। ইংল্যান্ডে স্টুয়ার্ট ব্রড ও জফরা আর্চার ৩টি এবং ক্রিস ওকস ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিন শেষে
পাকিস্তান প্রথম ইনিংস: ১০৯.৩ ওভারে ৩২৬/১০ (শান মাসুদ ১৫৬, বাবর আজম ৬৯, শাদাব খান ৪৫; স্টুয়ার্ট ব্রড ৩/৫৪, জফরা আর্চার ৩/৫৯)।
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৮ ওভারে ৯২/৪ (জো রুট ১৪, অলি পোপ ৪৬*, জস বাটলার ১৫*; শাহিন শাহ আফ্রিদি ১/১২, মোহাম্মদ আব্বাস ২/২৪, ইয়াসির শাহ ১/৩৬)।