ওয়ানডে সিরিজ শেষে র্যাঙ্কিংয়ে সাকিবের লম্বা লাফ
খারাপ সময়ই যাচ্ছিল, দীর্ঘদিন ব্যাটে-বলে কিছু করতে পারছিলেন না সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার বৃত্ত ভেঙে চেনা ছন্দে ফেরেন বাঁহাতি এই অলরাউন্ডার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪৫ রান ও ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সাকিব।
দারুণ এই ফরফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছেন বাঁহাতি এই স্পিনার। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও ৩ ধাপ এগিয়েছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। গত সপ্তাহে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করার মিশনে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব, তার শিকার ৮ উইকেট। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। এই পারফরম্যান্স দিয়ে ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব।
খারাপ সময়ে বল হাতে উইকেটের দেখা মিললেও ব্যাট হাতে নিজেকে হারিয়ে বসেছিলেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরার পর আইপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে নিজের ছায়া হয়ে ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
জিম্বাবুয়ে সফরে কেটেছে দুর্দশা। তিন ইনিংসে ১৪৫ রান করে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তৃতীয় ওয়ানডেতে ১১২ রানের ইনিংস খেলা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এগিয়েছেন এক ধাপ, তিনি আছেন ২৩ নম্বরে।
ওয়ানডের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানগুলোতে পরিবর্তন হয়নি। এক থেকে পাঁচ নম্বরে যথাক্রমে আছেন বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, রস টেইলর ও অ্যারন ফিঞ্চ।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টই। দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুই নম্বরে আছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। তিন নম্বরে ইংলিশ পেসার ক্রিস ওকস।