করোনাভাইরাসে আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সাতজন
বিশ্ব ক্রিকেটে থাবা বসিয়েছে করোনাভাইরাস। বাংলাদেশের তিনজন ক্রিকেটার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। পাকিস্তানে সংখ্যাটা আরও বেশি। দেশটির পাঁচজন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ছোবল বসিয়েছে ভাইরাসটি। দুই-একজন নয়, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংশ্লিষ্ট সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
একদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলী করোনায় আক্রান্ত। এবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের দুঃসংবাদের কথা জানালো। আক্রান্তদের নাম প্রকাশ করা হয়নি।
দুঃসংবাদের মাঝেও কিছুটা স্বস্তির খবর আছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার জন্য। টেস্টের তুলনায় আক্রান্ত হওয়ার সংখ্যাটা তেমন বেশি নয়। খেলোয়াড়, স্টাফসহ মোট ১০০ জনের করোনা টেস্ট করানো হয়েছে। এরমধ্যে সাতজন করোনায় আক্রান্ত।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফল জানিয়েছেন, ক্রিকেট ফেরানোর আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এরই অংশ হিসেবে খেলোয়াড়, স্টাফসহ অন্তত ১০০ জনের করোনা টেস্ট করানো হয়েছে।
টেস্টের তুলনায় আক্রান্তের সংখ্যা বেশি না হলেও ক্রিকেট ফেরানোর সিদ্ধান্তে এর প্রভাব পড়তে পারে। ক্রিকেট ফেরানোর জন্য ইতোমধ্যে তোরজোর শুরু করলেও এবার নতুন করে ভাবতে হবে দেশটিকে। গত মার্চ থেকে সব ধরনের ক্রিকেট বন্ধ আছে দক্ষিণ আফ্রিকায়।