করোনায় আক্রান্ত ইমরুল ও তুষার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে আর মাত্র একদিন। এমন সময়ে খারাপ খবর শুনলেন ইমরুল কায়েস ও তুষার ইমরান। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় করোনা পরীক্ষায় তারা পজিটিভ হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী।
লিগ শুরুর আগে সব ক্লাবের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের কয়েকবার করোনা পরীক্ষা করা হচ্ছে। শুক্রবারের পরীক্ষায় ইমরুল ও তুষার করোনা পজিটিভ হন। কেবল এই দুই ক্রিকেটারই নন, তিন ক্লাব কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ আবার তাদের করোনা পরীক্ষা করা হবে।
করোনা পরীক্ষা নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছে। গত ২৬ মের প্রথম করোনা পরীক্ষায় ক্রিকেটার, কর্মকর্তাসহ ৯জন করোনা পজিটিভ হন। কিন্তু ২৮ মের পরীক্ষায় সবাই নেগেটিভ হন। এদিনের পরীক্ষায় যাদের করোনা পজিটিভ এসেছে, তাদের আজ আবার করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মঞ্জুর হোসাইন চৌধুরী।
করোনা পজিটিভ হলেও পুরোপুরি সুস্থ আছেন ইমরুল কায়েস। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমি পুরোপুরি সুস্থ আছি। আমার শরীরে কোনো উপসর্গ নেই। শুক্রবারও জিম করেছি আমি। কিন্তু গতকালেল রিপোর্ট আমার পজিটিভ এসেছে। আজ দুই জায়গায় করোনা পরীক্ষার নমুনা দিয়েছি।'
ব্রাদার্স ইউনিয়নের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার তুষার ইমরানের শারীরিক অবস্থাও ভালো। তার শরীরেও কোনো উপসর্গ নেই। তিনি বলেন, 'গতকালই নেগেটিভ ছিলাম, আজ পজিটিভ। তবে আমার শারীরিক অসুস্থতা নেই, কোনো উপসর্গও নেই। দল হোটেলে উঠে গেলেও আমাকে অপেক্ষা করতে হচ্ছে।'
ঢাকার চারটি অভিজাত হোটেলে আজ জৈব সুরক্ষা বলয়ে ঢোকার কথা প্রিমিয়ার লিগের ১২টি দলের। জাতীয় দলের ক্রিকেটাররা রোববার দলের সঙ্গে যোগ দেবেন। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ৩১ মে। তিনটি ভেন্যুতে প্রতিদিন ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেএসপির দুটি মাঠ ও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হবে।