কলকাতার একাদশে উপেক্ষিতই থেকে যাচ্ছেন সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরেকটি ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের আজকের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। উইনিং কম্বিনেশন ধরে রাখতে আগের একাদশ নিয়েই মাঠে নামছে কলকাতা।
আবু ধাবিতে আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস জিতেছে কলকাতা। টসে জিতে মুম্বাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ন মর্গান।
এবারের আইপিএলে কলকাতা ৮টি ম্যাচ খেলে ফেলেছে, জয় পেয়েছে তিনটিতে। এর মধ্যে সাকিব কেবল তিনটি ম্যাচের একাদশে ছিলেন। গত মে মাসে স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে ৩ ম্যাচ খেলা সাকিব ৩৮ রান ও ২টি উইকেট নিয়েছিলেন।
মূলত পারফরম্যান্সের কারণেই তখন একাদশে জায়গা পাননি বাংলাদেশের বাঁহাতি এই অলউন্ডার। জাতীয় দলে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় দ্বিতীয় দফায় শুরুর ম্যাচেও তাকে বিবেচনা করা হয়নি। আর এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
কলকাতা একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও প্রসিদ কৃষ্ণ।
মুম্বাই একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষান, কাইরন পোলার্ড, সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, ও জাসপ্রিত বুমরাহ।