কলকাতার একাদশ থেকে বাদ পড়লেন সাকিব
টানা তিন ম্যাচে ব্যর্থ, কলকাতা নাইট রাইডার্সের একাদশ থেকে সাকিব আল হাসানের বাদ পড়ার বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল। চতুর্থ ম্যাচে সেটাই হলো। বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতার একাদশে জায়গা হয়নি বাংলাদেশ অলরাউন্ডারের। এই ম্যাচের একাদশে জায়গা পাননি অভিজ্ঞ স্পিনার হরভজন সিংও।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে একাদেশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে কলকাতা। সাকিবের জায়গায় ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিন। হরভজনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে ২১ বছর বয়সী তরুণ পেসার কমলেশ নাগারকোটিকে।
এবারের আইপিএলে কলকাতার প্রথম ম্যাচে ব্যাট হাতে অবদান রাখার তেমন সুযোগ পাননি সাকিব। শেষের দিকে ৫ বলে করেন ৩ রান, বল হাতে ৩৪ রানে নেন একটি উইকেট। পরের দুই ম্যাচে ব্যাট-বল; দুই বিভাগেই সুযোগ পান বাংলাদেশ অলরাউন্ডার। কিন্তু কোনো ম্যাচেই টি-টোয়েন্টির মতো করে পারফরম্যান্স করতে পারেননি তিনি।
দ্বিতীয় ম্যাচে অবশ্য বল হাতে দারুণ করেন সাকিব, ৪ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট নেন। এদিন কলকাতার বোলারদের মধ্যে সবচেয়ে কম রান খরচা করেন তিনি। কিন্তু ব্যাট হাতে হতাশ করেন সাকিব। তিনি যখন উইকেটে যান, কলকাতার তখন ৪৩ বলে ৪৯ রান দরকার। চাপ না থাকলেও ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান সাকিব। ৯ বলে ৯ রান করেই ফিরতে তাকে।
তৃতীয় ম্যাচেও দলকে টানতে পারেননি সাকিব। এদিন বল হাতে বাজে অভিজ্ঞতাই হয় তার। ২ ওভারে ২৪ রান খরচার পর তাকে আর বোলিংয়ে ডাকেননি কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। ব্যাটিংয়েও পার্থক্য গড়তে পারেননি সাকিব। ২৫ বলে ২৬ রান করে আউট হন বাঁহাতি এই অলরাউন্ডার, বিরাট কোহলির দল বেঙ্গালুরুর কাছে ৩৮ রানে হার মানে কলকাতা।
এবারের আইপিএল মিশনে কলকাতার শুরুটা দারুণ ছিল। প্রথম ম্যাচে সানরায়জার্স হায়দরাবাদকে হারায় তারা। কিন্তু পরের দুই ম্যাচে টানা হার, পয়েন্ট টেবিলে তাই শেষের দিকে বলিউড কিং শাহরুখ খানের দল। ৩ ম্যাচে একটিতে জয় পাওয়া কলকাতা পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে।