কাজল চোখে বিশ্ব গণমাধ্যমে নজর কাড়লেন জাহানারা
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে সোমবার ভারতের কাছে ১৮ রানে হেরেছে বাংলাদেশ। বল হাতে মোটেও জ্বলে উঠতে পারেননি তারকা পেসার জাহানারা আলম। ৪ ওভারে ৩৩ রান দিয়েও কোনো উইকেট পাননি তিনি। ব্যাট হাতে ১০ বলে ১০ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে।
তাই দিনটিকে হয়তো সেভাবে মনে রাখতে চাইবেন না তিনি। তবে ম্যাচজুড়ে দর্শকদের চোখ তার দিকেই গেছে বেশি। কারণ, প্রতি ম্যাচের মতো এদিনও তার চোখ ছিল কাজল কালো!
কাজলে চোখ সাজানো এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছেন। খবর এনডিটিভির।
সোমবার মাঠের পারফরম্যান্স সাদামাটা হলেও ক্রিকেট পরিমণ্ডলকে চোখের সাজে রঙিন করে তোলা জাহানারায় মুগ্ধ অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ভাষ্যকার মেলিন্ডা ফেরাল। টুইটারে তিনি লিখেছেন, আমি শুধু একটা কথাই জানতে চাই, কোন আইলাইনারের জাদুতে জাহানারা সবার চোখের মণি হয়ে উঠলেন? আমিও সেই আইলাইনার ব্যবহার করব!
কুপ্তান নামে এক ভারতীয় সমর্থক টুইট করেছেন, যাই বলুন, ম্যাচের ক্রাশ ছিলেন জাহানারাই!
বাংলাদেশি এই ক্রিকেটারের প্রতি এ রকম মুগ্ধতার বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।