কাতার বিশ্বকাপে ফ্রান্স-বেলজিয়াম, এমবাপ্পের রেকর্ড
গোল উৎসব করে কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এদিকে এস্তোনিয়ার বিপক্ষে জয় পেয়ে ইউরোপ অঞ্চল থেকে তাদের সহযাত্রী হয়েছে আরেক ফেভারিট বেলজিয়াম।
ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে কাজাখস্তানকে নিয়ে যেন ছেলেখেলাই করেছে ফ্রান্স। এমবাপ্পে-গ্রিজমানদের কাছে অসহায় পরাজয় বরণ করতে হয়েছে দলটিকে। কাজাখস্তানের জালে গুনে গুনে ৮ গোল দিয়েছে ফ্রান্স, যার মধ্যে স্বয়ং এমবাপ্পের গোলই ছিল ৪টি। এর ফলে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ফিনল্যান্ডের মুখোমুখি হবে তারা।
এমবাপ্পের ঝলক দেখানোর রাতে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমাও করেছেন দুটি গোল; আন্তোনি গ্রিজমান এবং আদ্রিয়েন র্যা৫বিয়টও একটি করে গোল দিয়েছেন কাজাখস্তানের জালে।
এদিকে কাজাখস্তানের বিপক্ষে গোল করার মাধ্যমে ৬৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন এমবাপ্পে। ১৯৫৮ সালের পর প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে এক ম্যাচে চার গোল করার অভাবনীয় রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী এই সুপারস্টার। এর আগে পশ্চিম জার্মানির বিপক্ষে এই রেকর্ডটি ছিল জাস্ত ফঁতেইনের দখলে।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই থিও হার্নান্দেজের অ্যাসিস্টে দুর্দান্ত এক শটে নিজের প্রথম গোলটি করেন পিএসজি তারকা। এরপর ১২ মিনিটে কাজাখস্তানের ডিফেন্ডারকে কাটিয়ে সহজেই দ্বিতীয় গোলটি করে ফেলেন। ৩২ মিনিটে তৃতীয় গোলটি করার মাধ্যমে প্রথমার্ধের মধ্যেই হ্যাটট্রিক সম্পন্ন করেন এমবাপ্পে। তার চতুর্থ গোলটি আসে ম্যাচের ৮৭ মিনিটে। যদিও এর আগেই রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমার দুটি গোল দেওয়া হয়ে যায়। এছাড়া ম্যাচের ৭৫ মিনিটে রাবিয়ট এবং ৮৪ মিনিটে গোল করেন গ্রিজমান।
এদিকে এক ম্যাচ বাকি থাকতেই কাতার বিশ্বকাপে পা রেখেছে বেলজিয়াম। ঘরের মাঠে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে তারা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে অবস্থান করছে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।
খেলার ১১ মিনিটে ক্রিস্টিয়ান বেনটেকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ানিক কারাসকো। যদিও ৭০ মিনিটে এরিক সরগা এক গোল করে এস্তোনিয়াকে আশা জাগায়, কিন্তু মিনিট চারেক পর থরগান হ্যাজার্ডের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বেলজিয়াম।