ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল
করোনা পরবর্তী দুই টুর্নামেন্টে বল হাতে দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে নিজেদের জায়গা রাখার বার্তা আগেই দিয়ে রেখেছিলেন দুই তরুণ পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। এরপর প্রথম অনুশীলন ম্যাচেও নিজেদের সামর্থ্যের ছাপ রেখেছেন এ দুজন। সেটার স্বীকৃতিও মিলে গেল। এই দুই তরুণ তুর্কিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের চূড়ান্ত দলে রাখা হয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই চূড়ান্ত দলে জায়গা হয়েছে সাকিব আল হাসানের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটে-বলে আলো ছড়ানো ডানহাতি অলরাউন্ডার মাহেদী হাসান ডাক পেয়েছেন দলে।
মাহেদীর মতো শরিফুল ও হাসান মাহমুদ প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন। এই তিন ক্রিকেটারের কারোরই ওয়ানডেতে অভিষেক হয়নি। মাহেদী ৪টি টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের জার্সিতে। ২১ বছর বয়সী তরুণ পেসার হাসান মাহমুদ খেলেছেন একটি টি-টোয়েন্টি। বিশ্বজয়ী যুব দলের সদস্য শরিফুলের এখনও বাংলাদেশ দলে অভিষেক হয়নি।
ওয়ানডের হিসাব থেকে মাশরাফি বিন মুর্তজার বাদ পড়ার খবর আগেরই। প্রাথমিক দলেও রাখা হয়নি তাকে। প্রাথমিক দলে থেকে দলের সঙ্গে অনুশীলন করেছেন, এমন ৬ জন ক্রিকেটার বাদ পড়েছেন। তারা হলেন আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি ও নাঈম শেখ। চোটের কারণে আগেই বাদ পড়েন পারভেজ হোসেন ইমন।
বলা হয়েছিল দল নির্বাচনের আগে দুই অনুশীলন ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখা হবে। সেটার ভিত্তিতে হবে দল। যদিও চূড়ান্ত দল দেখে সেই হিসাব মেলানো কঠিন। পারফরম্যান্সের হিসাবে ওয়ানডে দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন নাঈম শেখ। বাঁহাতি এই ওপেনার সেঞ্চুরি করাসহ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজের ব্যাটিং সামর্থ্য দেখিয়েছেন। দুই অনুশীলন ম্যাচের একটিতে করেছেন ৪৩, আরেকটিতে ৫০। তবু এই তরুণ ব্যাটসম্যানকে বিবেচনা করা হয়নি।
২০ জানুয়ারি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে। এদিন মিরপুরে প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-উইন্ডিজ।
ওয়ানডের চূড়ান্ত দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া ৬ ক্রিকেটার: আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি ও নাঈম শেখ ।