ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ওয়ানডে একদমই ভালো না গেলেও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশ দল। এ লক্ষ্য নিয়ে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচেও টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। জায়গা হয়নি তরুণ পেসার হাসান মাহমুদের। একাদশে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম ওয়ানডের মতো আজও পাঁচ বোলার নিয়ে খেলতে নেমেছে তামিম ইকবালের দল। নিউজিল্যান্ড তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
নিউজিল্যান্ডের সব উইকেটই ব্যাটসম্যানদের অনুকূলে থাকে। প্রচুর রান হয় সব ভেন্যুতে। তবে লাইন-লেংন্থ মেনে বোলিং করতে পারলে পেসাররাও সফলতা পান। উইকেট হয় খুব গতির, থাকে বাউন্সও। কিন্তু ক্রাইস্টচার্চের উইকেট গতিময় হলেও এখানে অতটা বাউন্স নেই। যে কারণে এই ভেন্যুতে ভালো করতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট।