জামালের জার্সিতে ছয় নম্বর, শর্টসে আরেক নম্বর
সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। কিছুক্ষণ আগেই শুরু হয়েছে ম্যাচ। খেলার ১০ মিনিট না গড়াতেই মাঠ থেকে বেরিয়ে যান অধিনায়ক জামাল ভূঁইয়া। দুই মিনিট পর মাঠে ফেরেন তিনি। শুরুতে কারণ বোঝা যায়নি, পরে জানা যায় আসল ঘটনা। ভুল নম্বরের শর্টস পরে মাঠে নেমে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
জাতীয় দলের এই ফুটবলার ৬ নম্বর জার্সি পরে খেলেন। স্বভাবতই তার শর্টসও হয় ৬ নম্বরের। কিন্তু ম্যাচ শুরুর আগে রেফারি ও নেপাল অধিনায়কের পাশে দাঁড়িয়ে তোলা ছবিতে দেখা যায় জামাল জার্সি পরেছেন ৬ নম্বর, কিন্তু তার শর্টসে লেখা ৫ নম্বর। এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বশীলতা নিয়ে।
যদিও ব্যাপারটি জামালের ভুলের কারণেই ঘটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস। তিনি বলেছেন, '১ থেকে ২৩ নম্বর পর্যন্ত জার্সি-প্যান্ট ড্রেসিংরুমে পাশাপাশি থাকে। জামাল ভুল করে অন্য শর্টস পরে ফেলে। চতুর্থ রেফারি বিষয়টা জানানোর পর ড্রেসিংরুম থেকে ৬ নম্বর শর্টস নিয়ে আসা হয়। জামালকে ড্রেসিংরুমের ভেতরে যেতে হয়নি। ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে শর্টস বদল করে মাঠে ফিরে যায় সে।'
এমন ঘটনায় অবাক জামাল ভূঁইয়া। বাংলাদেশ অধিনায়ক বুঝতে পারছেন না, এটা কীভাবে হলো। সংবাদমাধ্যমকে জামাল জানিয়েছেন, এমনটা হওয়ার কথা নয়। কখনও এমন হয়-ও না। ভুলবসত এমন হয়ে গেছে। জার্সি-শর্টসে গণ্ডগোল লাগলেও ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে ছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারায় জামাল ভূঁইয়ার দল। পেনাল্টি থেকে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন তপু বর্মণ। নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে।