জয়ে ফিরলো আর্জেন্টিনা, ব্রাজিলের চারে চার
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে পয়েন্ট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। পরের ম্যাচ আবার পেরুর মাঠে। চাপ আরও বেড়েছিল লিওনেল মেসির দলের। তবে এবার আর হতাশা নয়, পেরুর মাঠেই জয়ের নিশান উড়িয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামা ব্রাজিলও চাপে ছিল চোট, করোনাভাইরাসের ছোবল নিয়ে। তবে তারাও খেই হারায়নি, হারিয়ে দিয়েছে উরুগুয়েকে।
বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় বাংলাদেশ সময় বুধবার সকালে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একই ব্যবধানে উরুগুয়েকে হারিয়েছে ব্রাজিল। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে ব্রাজিল। ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। ৯ পয়েন্ট নিয়ে ইকুয়েডর তিন ও ৬ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে আছে চার নম্বরে আছে।
এ নিয়ে উরুগুয়ের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত রইলো ব্রাজিল। এর মধ্যে আটটি ম্যাচে জিতেছে ব্রাজিল, বাকি তিনটি ম্যাচ ড্র হয়। উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ ২০০১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে হারে ব্রাজিল।
চোটের কারণে এই ম্যাচে দলে ছিলেন না নেইমার, ফিলিপে কোটিনহো ও ফাবিনিয়ো। এই তিন তারকাকে ছাড়া মাঠে নামা ব্রাজিলের জন্য কঠিন কাজই ছিল। কিন্তু ম্যাচের ফলে তবু প্রভাব পড়েনি। প্রথমার্ধেই গোল করে ব্রাজিলের ২-০ গোলের জয় নিশ্চিত করেন আর্থার মেলো ও রিচার্লিসন।
ব্রাজিলের মতো আর্জেন্টিনাও প্রথমার্ধে দুটি গোল করে। ম্যাচের ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন নিকোলাস গঞ্জালেস। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি মেসির দল। অন্যদিকে পেরুও আর্জেন্টিনার জালের ঠিকানা খুঁজে পায়নি।