ঝুঁকি জেনেও দুই কোচের কোয়ারেন্টিন মওকুফের চেষ্টায় বিসিবি
নিল ম্যাকেঞ্জির পর নতুন ব্যাটিং পরামর্শক পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু কাজ শুরুর আগেই পারিবারিক কারণে দায়িত্ব ছাড়েন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান। নতুন করে খোঁজাখুঁজির পর জন লুইসকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংলিশ এই কোচের সঙ্গে আপাতত দুই সিরিজের চুক্তি বিসিবির। তার কোচিং মনে ধরলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাঁটবে বিসিবি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা এসে পৌঁছেছেন জন লুইস। কিন্তু ঢাকা পৌঁছালেও সহসাই দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না তার। ইংল্যান্ডের করোনা অবস্থা ভালো না থাকাই ওই দেশ ফেরত যে কারও জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।
কেবল জুন লুইসই নয়, তার স্বদেশি মার্ক রবিনসনের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য। সদ্যই জাতীয় নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া রবিনসন ঢাকা এসে ঘরবন্দি অবস্থায় আছেন। এই দুই কোচের কোয়ারেন্টিন মওকুফ করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।
যদিও কোয়ারেন্টিন মওকুফের বিষয়টি বিপদের কারণ হতে পারে, থেকে যেতে পারে ঝুঁকি। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট দলে। কারণ জুন লুইস ও মার্ক রবিনসন দুজনই ইংল্যান্ড থেকে এসেছেন, আর ইংল্যান্ডের করোনা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ।
অনেক সময় আক্রান্ত হওয়ার দুই এক-দিনের মধ্যে করোনার উপসর্গ দেখা যায় না। পরীক্ষাতেও নেগেটিভ ফল আসে। কয়েকদিন পর আক্রান্তের বিষয়টি বোঝা যায়। এমন হলে পুরো দলই বিপদে পড়ে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ দলও হতে পারে শিকার।
এ বিষয়ে ঝুঁকির কথা জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. জাহিদুর রহমান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'ভাইরাসটি শরীরে প্রবেশ করে দুই থেকে ১৪ দিন পর্যন্ত লক্ষণ প্রকাশ করে। এই জন্য আমরা ১৪ দিন কোয়ারেন্টিনের কথা বলি।'
'কেউ যদি প্লেনে ওঠার আগে বা প্লেনে বসে আক্রান্ত হয় এবং এসে দুই-তিন দিনের মধ্যে পরীক্ষা করায়, তাহলে ধরা নাও পড়তে পারে। কারণ দুই-তিন দিনের মধ্যে ভাইরাসটি শরীরে ততটা বৃদ্ধি পাবে না। এ কারণে ঝুঁকি থেকে থেকে যায়। তাই বিশেষজ্ঞ হিসেবে আমরা ১৪ দিনের কথা বলি। এটা কমানোর কোনো সুযোগ নেই। আর উনারা যে দেশ থেকে এসেছেন, ওখানে খুবই খারাপ অবস্থা। তাই করোনা সার্টিফিকেট নিয়ে এলেও সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিন করতেই হবে।' যোগ করেন তিনি।
এরপরও বিসিবি এসব না ভেবে কোয়ারেন্টিন মওকুফের চেষ্টায় আছে। ইতোমধ্যে অন্য কোচদের করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যবস্থা করেছে বিসিবি। ইংল্যান্ড থেকে আসায় জন লুইস ও মার্ক রবিনসনের বেলায় সেটা হচ্ছে না। শেষপর্যন্ত ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলে ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেওয়া হবে না লুইসের।
এ কারণেই কোয়ারেন্টিন মওকুফ করাতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বিসিবি। এ বিষয়ে বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন করার বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে।'
'শুধু জন লুইস নন, নারী দলের আরেকজন ব্রিটিশ স্টাফ রয়েছেন। তাদের কোয়ারেন্টিন মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এটা ইতোপূর্বেও সরকার আমাদের দিয়েছিলো, তো এটা প্রক্রিয়াধীন আছে। সেটি হলে আর পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলে তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।'
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি ঢাকা পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সাতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। ১৮ জানুয়ারি বিকেএসপিতে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। ২০ ও ২২ জানুয়ারি মিরপুরে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ-উইন্ডিজ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
২৮ থেকে ৩১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ১১ ফেব্রুয়ারি। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে বাংলাদেশ।