টস জিতে ব্যাটিংয়ে মুস্তাফিজের রাজস্থান
গত মে মাসে স্থগিত হওয়ার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ সময় কেটেছিল মুস্তাফিজুর রহমানের। দ্বিতীয় দফায় দুবাইতেও আগুন ঝরানো বোলিং করে আসছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার।
এই পর্বের প্রথম ম্যাচে ৩০ রান খরচায় কোনো উইকেট না পেলেও ১৯তম ওভারে মাত্র চার রান দিয়ে ম্যাচ বাঁচিয়ে রাখেন তিনি। পরের ম্যাচে ২২ রান খরচায় ২ উইকেট নেন বাংলাদেশ পেসার। স্বভাবতই মুস্তাফিজকে কেন্দ্র করে বোলিং আক্রমণের পরিকল্পনা সাজায় রাজস্থান।
সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও মুস্তাফিজকে নিয়ে মাঠে নেমেছে রাজস্থান। দুবাইতে ৮টায় শুরু হতে এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
এবারের আইপিএলে খুব একটা ভালো অবস্থায় নেই রাজস্থান। ৯ ম্যাচে ৪টিতে জিতেছে তারা, হার ৫টিতে। ৮ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে আছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
রাজস্থান রয়্যালস একাদশ: এভিন লুইস, যশবি জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাত ও মুস্তাফিজুর রহমান।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল ও সন্দীপ শর্মা।