টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দারুণ জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। দুই দলের কেউ-ই একাদশে পরিবর্তন আনেনি।
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে সব ফরম্যাটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বাদ নেওয়া হয়েছে বাংলাদেশের। ওয়ানডে জয়ে শুরু হয়েছিল, চক্রটা পূরণ হলো টি-টোয়েন্টি দিয়ে।
২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জেতে বাংলাদেশ। ২০১৭ সালে মিরপুরে টেস্ট এবং চার বছর বছর পর এই ভেন্যুতেই টি-টোয়েন্টিতে জিতলো বাংলাদেশ। এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জস ফিলিপে, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা ও জস হ্যাজেলউড।