টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের বিপক্ষে গেছে। টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে ঘরের মাঠের দলটি।
প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আগের চার সাক্ষাতের সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে ম্যাচ, অজি দলেও নেই তারকা অনেক ক্রিকেটার। সব মিলিয়ে প্রথম বারের মতো এই ফরম্যাটে পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
জিম্বাবুয়ে সফরে খেলা শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন মাহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জস ফিলিপে, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা ও জস হ্যাজেলউড।