টস হেরে ব্যাটিংয়ে মুস্তাফিজের রাজস্থান
১০ ম্যাচে মাত্র ৪টিতে জয়। বাকি চার ম্যাচে পা হড়কালেই প্লে-অফ খেলার স্বপ্ন খানখান হতে পারে রাজস্থান রয়্যালসের। এমন কঠিন সময়ে আজ বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের দল। বরাবরের মতো এই ম্যাচেও খেলছেন বাংলাদেশে বাঁহাতি এই পেসার।
আইপিএলে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে রাজস্থানের। টস জিতে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কোহলি।
৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে আছে রাজস্থান রয়্যালস। বেঙ্গালুরু অবশ্য ভালো অবস্থায়। ১০ ম্যাচের ৬টিতে জিতেছে তারা। ১২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে কোহলির দল।
রাজস্থান রয়্যালস একাদশ: এভিন লুইস, যশবি জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়া ওমুস্তাফিজুর রহমান।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিকাল, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।