টস হেরে ব্যাটিংয়ে মুস্তাফিজের রাজস্থান
আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকার কঠিন ম্যাচে মাঠে নেমেছে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস। তাদের আজকের প্রতিপক্ষ আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে রাজস্থানের। টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। রাজস্থানের মতো মুম্বাইয়ের জন্যও এই ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ।
১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট রাজস্থানের ঝুলিতে। তালিকার ছয় নম্বরে আছে তারা। মুস্বাইও ১২ ম্যাচে ৫টিতে জিতেছে। নেট রান রেটে পিছিয়ে তারা সাত নম্বরে আছে।
বাঁচা-মরার ম্যাচে পাঁচজন বাঁহাতি পেসার নিয়ে খেলতে নেমেছে রাজস্থান। আইপিএলের ইতিহাসে এটা একটা রেকর্ড। আগের রেকর্ডটি ছিল চারজন পেসারের। ২০১১ সালে পুনে ওয়ারিয়র্স, ২০১৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাদ চারজন করে বাঁহাতি পেসার খেলায়।
রাজস্থান রয়্যালস একাদশ: এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিবম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, কুলদীপ যাদব, শ্রেয়াস গোপাল, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, জিমি নিশাম, জয়ন্ত যাদব, নাথান কল্টার-নাইল, জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।