টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসার কথা দল দুটির। অক্টোবরের শুরুর দিকে আসতে পারে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের এর আগেই আসার কথা।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচী অনুযায়ী, অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ডও। বাংলাদেশের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাংলাদেশ সফর কাছাকাছি সময়ে হবে বলে এই দুই দেশকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হতে পারে।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'অস্ট্রেলিয়া আসছে, আপাতত এটাই নিশ্চিত। ইংল্যান্ডের সফর তো এফটিপিতেই আছে। ত্রিদেশীয় সিরিজ নিয়ে এখনই আমরা কিছু বলতে চাই না। সময় আরও কাছাকাছি এগিয়ে এলে অনেক কিছু পরিস্কার হবে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের আগে নিউজিল্যান্ডও আসবে টি-টোয়েন্টি খেলতে।'
ত্রিদেশীয় সিরিজটি আলোচনার প্রাথমিক পর্যায়ে। যে কারণে এখনই এ বিষয়ে মন্তব্য করতে চান না বিসিবির প্রধান নির্বাহী। শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজটি না হলে বাংলাদেশের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডও ৩টি টি-টোয়েন্টি খেলতে পারে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি করে ম্যাচ খেলতে গত বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে সিরিজ দুটি স্থগিত হয়ে যায়। অস্ট্রেলিয়া আশ্বাস দিয়েছিল, ভারতে অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারের ম্যাচ খেলবে তারা।
সেটারই অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসবে অজিরা। তবে স্থগিত হয়ে যাওয়া টেস্ট সিরিজ দুটি হওয়ার সম্ভাবনা নেই। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। জুনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কাজেই ওই ম্যাচগুলো হওয়ার কোনো বাস্তবতা নেই। দুই-একটি ম্যাচ হয়তো ভবিষ্যতে করা সম্ভব, এ ছাড়া আর সম্ভব নয়।'