তপু বর্মণের গোলে পয়েন্ট পেল বাংলাদেশ
প্রস্তুতি ভালো ছিল না, আফগানিস্তানের বিপক্ষে লড়াই করা নিয়েই ছিল সংশয়। প্রথমার্ধে বাংলাদেশের পারফরম্যান্সও বলছিল, ফল বিপক্ষে যেতে পারে। আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে আফগানরা। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে জমলো খেলা, লড়াই হলো সমানে সমান। শেষের কয়েক মিনিটে লড়াই করে পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লো বাংলাদেশ।
বৃহস্পতিবার কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ৪৮ মিনিটে পিছিয়ে পড়ার পর শেষ দিকে দারুণ এক গোলে দলকে হার থেকে বাঁচান সেন্টার ব্যাক তপু বর্মণ।
'ই' গ্রুপে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে। এর মধ্যে একটিতেও জিততে পারেনি জামাল ভূঁইয়ার দল। এটা তাদের দ্বিতীয় ড্র। দুই ড্রয়ে বাংলাদেশের পয়েন্টও ২। কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ড্র করে বাছাই পর্বে প্রথম পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় ছিলেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান। আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হলো তার। তারিকের সঙ্গে রক্ষণভাগ সামলানোর দায়িত্বে ছিলেন রহমত মিয়া, তপু বর্মণ ও রিয়াদুল হাসান রাফি। আফগানদের পাঁচ ফরোয়ার্ডকে সামলানোর কাজটা ভালোভাবেই করেছেন তারা।
প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আফগানিস্তান। বারবার বাংলাদেশের রক্ষণভাগে হানা দিয়ে যাচ্ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে খেই হারানোয় গোল আদায় করে নিতে পারেনি আফগানরা। যদিও জালে বল পাঠানোর প্রথম সুযোগটি বাংলাদেশই তৈরি করেছিল। কিন্তু এই চেষ্টায় গোলের দেখা মেলেনি।
প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আফগানিস্তান। ৪৮তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আমিরউদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফী। ডেভিড নাজেমের পাস থেকে বল পেয়ে প্লেসিং শটে বল জালে জড়ান আমিরউদ্দিন।
গোল হজম করে যেন গতি বাড়ে বাংলাদেশের। সময় গড়ানোর সাথে আক্রমণের ধার বাড়ে জেমি ডের দলের। ৮০তম মিনিটে সহজ সুযোগ মেলে। কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ গোল আদায় করে নিতে পারেননি। গোলের জন্য এরপর বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। রাফির হেড থেকে বল পেয়ে দারুণ এক শটে আফগানিস্তানের জালে বল পাঠান তপু বর্মণ।