তাসকিনকে মুস্তাফিজের হুমকি, দর্শকের ভূমিকায় সাইফউদ্দিন
তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান; দুজনই পেসার, বল হাতে দলকে পথ দেখানোই তাদের কাজ। কিন্তু জাতীয় দলে এক বছরের সিনিয়র তাসকিনকে ব্যাট হাতে হুমকি দিয়ে রাখলেন মুস্তাফিজ। এই হুমকির ব্যাপারটি তাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, মুস্তাফিজ সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঘোষণা দিয়েছেন।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ম্যাচে মুখোমুখি হয়েছিল মুস্তাফিজের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও তাসকিনের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বল হাতে আলো ছড়ানো মুস্তাফিজ ব্যাট হাতে এক বলের বেশি টিকতে পারেননি। প্রথম বলেই বাঁহাতি এই পেসারের স্টাম্প উপড়ে নেন তাসকিন।
তাসকিনের বলে বোল্ড হয়ে মুস্তাফিজের ব্যাটিং সামর্থ্যে যেন আঘাত লেগেছে। তাই তো পরের বার দেখা হলে তাসকিনকে ছক্কা মারার হুমকি দিয়ে রাখলেন মুস্তাফিজ। যদিও পোস্টটি যে পুরোপুরি মজা করে দিয়েছেন তিনি, পোস্টের ক্যাপশনে হাসির ইমো দেখলেই সেটা বোঝা যায়।
মুস্তাফিজকে আউট করে তার দিকে এগিয়ে যান তাসকিন, জড়িয়ে ধরেন। এই দৃশ্য ধরা পড়ে আলোকচিত্রীদের ক্যামেরায়। এই ছবিটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে মুস্তাফিজ ক্যাপশনে লিখেছেন, 'পরের বার এটা ছক্কা হবে।' পোস্টে তাসকিনকে ট্যাগও করেছেন মুস্তাফিজ।
দুই অগ্রজের মজার লড়াইয়ে অংশ নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আবাহনী লিমিটেডের তরুণ এই অলরাউন্ডার মুস্তাফিজের পোস্টে মজার এক কমেন্ট করেছেন। সাইফউদ্দিন লিখেছেন, 'দর্শক হিসেবে আমিও সেই আশায় রইলাম।'
শনিবার মুস্তাফিজ-তাসকিনদের লড়াইটা ছিল তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যেও। লিগের প্রথম সাক্ষাতে তামিমদের ২৭ রানে হারিয়েছেন সাকিবরা। দল হারলেও বল হাতে ঝলমলে ছিলেন ম্যাচ সেরার পুরস্কার জেতা মুস্তাফিজ।
২২ রান খরচায় ৫টি উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই মুস্তাফিজের দ্বিতীয় ৫ উইকেট। মুস্তাফিজকে ফেরানো তাসকিনও আগুনে বোলিং করেন। ৩.৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন ডানহাতি এই পেসার। তিন ওভারের মধ্যে এক ওভার মেইডেন দেন তাসকিন।