দল নিয়ে ডমিঙ্গো-মাহমুদউল্লাহর একই চাওয়া ছিল, শোনেনি বোর্ড
অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় আগামী ১০ সেপ্টেম্বর। নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার দুই-একদিন আগে বাংলাদেশের দল ঘোষণা করা হবে। তবে এই সিরিজের আগেই বিশ্বকাপ দল চেয়েছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগেরদিন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও একই কথা জানালেন। তার চাওয়াও ছিল নিউজিল্যান্ড সিরিজের আগে যেন বিশ্বকাপ দল দেওয়া হয়। তাতে ক্রিকেটাররা নির্ভার থেকে এই সিরিজে খেলতে পারতেন।
কোচ ও অধিনায়ক বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু তাদের ইচ্ছা মূল্য পায়নি, নির্বাচকরা তাতে সায় দেয়নি। এতে অবশ্য নির্বাচকদের কিছু করারও ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষস্থানীয় কর্তাদের চাওয়ার কারণেই দল ঘোষণা করা হয়নি বলে জানা গেছে।
আগের দিন রাসেল ডমিঙ্গো বলেন, 'নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার দুই-একদিন আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। আমার মনে হয়, স্কোয়াড কেমন হতে পারে, সেই ধারণা আমাদের রয়েছে। ভালো হতো যদি নিউজিল্যান্ড সিরিজের আগে স্কোয়াড ঘোষণা করা হতো। নির্ভার হয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারতো ক্রিকেটাররা।'
পরের দিন মাহমুদউল্লাহ বললেন, 'সিরিজের আগে দলটা দিলে ভালো হতো। সেক্ষেত্রে খেলোয়াড়রা নির্ভার থাকতো। তবে এটা আমাদের হাতে নেই। এই মুহূর্তে আমাদের কাজটা ক্রিকেট খেলা। আমরা সেটাতেই মনোযোগ দিতে চাই। আমাদের সামনে আরেকটি সিরিজ, চেষ্টা থাকবে সিরিজটি জেতার।'
রাসেল ডমিঙ্গোর মতো মাহমুদউল্লাহও জানালেন, দলে কারা থাকবেন সেটা চূড়ান্ত। শিগগিরই দল ঘোষণা করা হবে। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'বিশ্বকাপের দল নিয়ে আমার আর কোচের মধ্যে আলোচনা হয়েছে। আমরা দুজনই একমতে পৌঁছেছি। স্কোয়াডটা তৈরিই আছে। খুব তাড়াতাড়ি আপনারাও জানতে পারবেন।'
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। পরের চারটি ম্যাচ একই ভেন্যুতে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মিরপুরে সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির, শুরু হবে বিকাল ৪টায়।