দেশে ফিরেই ভারত গেলেন মুস্তাফিজ
হার থেকে ছুটি মিলেছে বাংলাদেশ ক্রিকেট দলের। হারের বৃত্তে বন্দী থাকা নিউজিল্যান্ড সফর শেষে রোববার দেশে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দলের সঙ্গেই দেশে ফেরেন মুস্তাফিজুর রহমান। সবাই বাসায় ফিরে গেলেও বাঁহাতি এই অলরাউন্ডার আবারও যাত্রা শুরু করেছেন। এবার গন্তব্য ভারত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়া।
আগে শোনা গিয়েছিল নিউজিল্যান্ড থেকেই ভারতে যাবেন মুস্তাফিজ। তবে করোনাকালে বিধি নিষেধের কারণে সেটা সম্ভব হয়নি। দেশে ফিরে কয়েক ঘণ্টা বিমান বন্দরেই বিশ্রাম নেন মুস্তাফিজ। বেলা ৩টা ৪০ মিনিটে ভারতের উদ্দেশে রওনা করেন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম সেরা এই অস্ত্র।
কলকাতা হয়ে মুম্বাইয়ে যাবেন মুস্তাফিজ। নিয়ম অনুযায়ী তাকে কোয়ারেন্টিন করতে হবে। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলর এবারের আসর। মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, পাঞ্জাব কিংসের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই এবারের আইপিএল মিশন শুরু হতে পারে বাংলাদেশ পেসারের। কলকাতার হয়ে আইপিএল খেলতে গত ২৭ মার্চ ভারতে যান সাকিব আল হাসান।
এবারের আইপিএলে ১ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলে নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মুস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ ২০১৮ আইপিএলে খেলেন।
মুস্তাফিজের আইপিএল অভিষেক ২০১৬ সালে। ওই আসরে প্রথমবারের মতো নিলামে ওঠেন মুস্তাফিজ। সেবার ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম মিশনেই বাজিমাত করা বাঁহাতি এই পেসার পরের আসরও হায়দরাবাদের হয়ে খেলেন।
২০১৮ আইপিএলে ২ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে ২৪ ম্যাচে ২৮.৫৪ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।