দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজের ছন্দময় বোলিং
এবারের আইপিএলে নিজের শুরু নিয়ে হতাশই হতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪৫ রান খরচায় উইকেটশূন্য ছিলেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। ছন্দ ফিরে পেতে বেশি সময় নিলেন না তিনি। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে দারুণ বোলিং করলেন মুস্তাফিজ।
এই ম্যাচে মুস্তাফিজের বোলিং থেকে সর্বোচ্চ ফায়দা তুলতে চেয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। মুস্তাফিজও আস্থার প্রতিদান দিয়েছেন। ৪ ওভারে ২৯ রান খরচায় ২টি উইকেট এনে দেন বাঁহাতি এই পেসার।
২৯ রান বেশি মনে হলেও মুস্তাফিজের শুরুটা ছিল দাপুটে। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মতো তার হাতে বল তুলে দেওয়া হয়। প্রথম বলে এক রান দেওয়া বাংলাদেশ পেসার পরের ৫ বলে কোনো রান খরচা করেননি। দারুণ এক স্লোয়ারে পঞ্চম বলে ফিরিয়ে দেন মার্কাস স্টয়নিসকে।
প্রথম ওভারে ১ রানে ১ উইকেট নেওয়া মুস্তাফিজ দ্বিতীয় ওভারে খরচা করেন ৮ রান। তৃতীয় ওভারেও তার খরচা ৮ রান। নিজের শেষ ওভারে আরও একটু খরুচে বোলিং করেন তিনি। মুস্তাফিজের শেষ ওভার থেকে ১২ রান তোলেন দিল্লীর ব্যাটসম্যানরা। যদিও এই ওভারের শুরুতেই টম কারানকে ফেরান তিনি।
মুস্তাফিজের ছন্দে ফেরার দিনে বল হাতে শাসন করেছেন রাজস্থানের জয়দেব উনাড়কাত। বাঁহাতি এই পেসার ৪ ওভারে মাত্র ১৫ রানে ৪টি উইকেট নেন। দলের বাকিরাও এদিন নিয়ন্ত্রিত বোলিং করেন। তাতে দিল্লীর ইনিংস থামে ৮ উইকেটে ১৪৭ রানে। দিল্লীর অধিনায়ক ঋষভ পন্ত সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন। এ ছাড়া ললিত যাদব ২০, টম কারান ২১ ও ক্রিস ওকস ১৫ রান করেন।