নতুন জীবনে ফুটবলার জামাল ভূঁইয়া
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/01/07/jamal_bhuiyan_0.jpg)
নতুন জীবন শুরু করলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সম্প্রতি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোমবার সাইফ স্পোর্টিং ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
ফেসবুক পোস্টে নবদম্পত্তির একটি ছবি শেয়ার করে জাতীয় দলের অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে এ ক্লাবটি। সাইফ স্পোর্টিং ক্লাবের পোস্টে বলা হয়, “শান্তি ও সম্প্রীতি, আনন্দ ও হাসি, রোমান্স ও আবেগে নতুন জীবনের যাত্রা শুভ হোক। জাতির গর্ব জামাল ভূঁইয়ার জন্য শুভেচ্ছা।”
কোপেনহেগেনে বাঙালি পরিবারের কন্যার সঙ্গেই জামালের বিয়ে হয়েছে বলে জানা যায়। তবে ক্লাবের সোমবারের এ স্টেটাসে জামাল ভূঁইয়ার বিয়ের সময়, তারিখ বা পাত্রী কে- এসব জানানো হয়নি। আগামীকাল বুধবার ঢাকায় ফিরে সরাসরি জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।
কিশোরগঞ্জের ২৯ বছর বয়সী জামাল হ্যারিস ভূঁইয়া ১৯৯০ সালে ডেনমার্কে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। ২০১৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে ঢাকায় ফুটবলে পা রাখেন তিনি।