নারী ফুটবলে সেরা মাগুরার মেয়েরা
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন মাগুরা জেলার মেয়েরা। বাংলাদেশের অলিম্পিক খ্যাত এই আসরে স্বর্ণ পদক জিতেছে মাগুরা জেলা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ব্রাহ্মণবাড়িয়াকে ৩-২ গোলে হারিয়ে সেরার মুকুট জেতে মাগুরা জেলা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
রানার্স আপ ব্রাহ্মণবাড়িয়ার ঝুলিতে গেছে রৌপ্যপদক। আনসার ভিডিপিকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জপদক জেতে রাজশাহী জেলা।
করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় একই দিনে সেমি ফাইনাল ও ফাইনাল আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রোববার সন্ধ্যা ৭টায় ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ঝড়-বৃষ্টির কারণে ম্যাচটি অনেক দেরিতে শুরু হয়।
প্রথম সেমি ফাইনালে টাইব্রেকারে জয় পায় ব্রাহ্মণবাড়িয়া। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে তারা। দ্বিতীয় সেমি ফাইনালে আনসার ভিডিপিকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে মাগুরা।