নিজের রেকর্ড ভাঙা রোনালদোকে পেলের শুভেচ্ছা
পেলেকে ছাড়িয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো; এমন খবর প্রকাশিত হয় গত জানুয়ারিতে। আবারও পেলেকে ছাড়ানোর ব্যাপারটি তাহলে কীভাবে এলো? আগের রেকর্ডটি নিয়ে ছিল অনেক বিতর্ক। পেলের গোলসংখ্যা নিয়ে পরিষ্কার কোনো নথি নেই। ব্রাজিলিয়ান কিংবদন্তির দাবি, অফিসিয়াল ম্যাচে তার গোলসংখ্যা ৭৬৭টি। রোববার পেলের এই গোলের রেকর্ডটিই ছাড়িয়ে গেছেন রোনালদো।
যেহেতু পেলের গোলসংখ্যা নিয়ে বিতর্ক আছে আর তার দাবি ৭৬৭ গোলের মালিক তিনি, তাই এটাকেই রেকর্ড হিসেবে ধরা হচ্ছে। এই রেকর্ডটিও এখন রোনালদোর। জুভেন্টাসের পর্তুগিজ এই তারকা ফুটবলার কালিয়ারির বিপক্ষে হ্যাটট্রিক করে ছাড়িয়ে গেছেন পেলেকে। আগেই পেলের রেকর্ড ছোঁয়া রোনালদোর গোলসংখ্যা এখন ৭৭০টি।
নিজের রেকর্ড আর থাকলো না, তবু রোনালদোর কীর্তিতে উচ্ছ্বসিত পেলে। তার ইচ্ছা করছিল রোনালদোকে জড়িয়ে ধরতে। বাস্তবতার কারণে সেটি সম্ভব না হলেও রোনালদোকে প্রশংসায় ভাসাতে দেরি করেননি ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে।
২০১৩ ব্যালন ডি'অরের অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ব্রাজিলের এই ফুটবল বিস্ময় লিখেছেন, 'জীবন হলো একার লড়াই। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়। কী একটা দুর্দান্ত ভ্রমণে তুমি ছুটে চলেছো! আমি তোমাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, তোমাকে খেলতে দেখতে ভালোবাসি এবং কারও কাছেই এটা গোপন নয়।'
পেলে তার পোস্টে আরও লিখেছেন, 'অফিসিয়াল ম্যাচে আমার গোলের রেকর্ড ভাঙায় তোমাকে অভিনন্দন। আমার একমাত্র আক্ষেপ, আজকে তোমাকে জড়িয়ে ধরতে পারছি না। তবে তোমার সম্মানে, আমাদের বহু বছরের বন্ধুত্বের প্রতীক হিসেবে দারুণ মমত্ব নিয়ে এই ছবিটি (ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি) আমি দিলাম।'
পেলের রেকর্ড ভেঙে রোনালদোও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার লিখেছেন, 'পেলের ৭৫৭ (অনেকের মতে পেলের অফিসিয়াল গোলসংখ্যা) অফিশিয়াল গোলের রেকর্ড ভাঙা নিয়ে আমাকে জড়িয়ে গত কয়েক সপ্তাহে প্রচুর আলোচনা, খবর ও পরিসংখ্যান ঘাঁটাঘাঁটি হয়। আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এই যাত্রায় যারা আমার সঙ্গী, তাদের সবাইকে ধন্যবাদ। আমার পরিবার ও বন্ধুবর্গকেও ধন্যবাদ, আমার ওপর আস্থা রাখার জন্য। তোমাদের ছাড়া এতোটা পথ আসতে পারতাম না।'