পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়, নেইমারের হ্যাটট্রিক
দুই-এক বছর নয়, বলিভিয়ার মাঠে ১৫ বছর ধরে জয়হীন ছিল আর্জেন্টিনা। আরও একবার তেমনই অভিজ্ঞতা হতে বসেছিল লিওনেল মেসিদের। শুরুর বাঁশি বাজতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া বলিভিয়াই প্রথম গোলটি দেয়। কিন্তু মেসির দল প্রতিপক্ষের শাসন বেশিক্ষণ হজম করেনি। ম্যাচে ফিরে দারুণ জয় তুলে নিয়েছে তারা।
কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন লাউতারো মার্তিনেজ ও জোয়াকিন কোরিয়া। বলিভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মার্সেলো মার্টিন্স মরিনো।
বিশ্বকাপের বাছাই পর্বের আরেক ম্যাচে পেরুকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করেছেন দলটির প্রাণ ভোমরা নেইমার। পেনাল্টি থেকে দুটি গোল করেন তিনি। ব্রাজিলের হয়ে বাকি গোলটি করেন রিচার্লিসন।
আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে দাপুটে ছিল বলিভিয়া। বল নিয়ন্ত্রণের লড়াইয়ে স্বাগতিকরাই এগিয়ে ছিল। ২৪তম মিনিটে মরিনোর গোলে এগিয়েও যায় তারা। কিন্তু সময় যতো গড়িয়েছে, দাপট বেড়েছে আর্জেন্টিনার।
প্রথমার্ধের শেষ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মার্তিনেজ। ম্যাচে সমতায় ফেরার পর লড়াই চলতে থাকে সমানে সমান। কিন্তু কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। ৭৯ মিনিটে গিয়ে সাদা-আকাশী শিবিরে স্বস্তি ফেরান কোরিয়া। তার গোলেই ১৫ বছর পর লা পাস দূর্গ জয় করে আর্জেন্টিনা।