প্রতিপক্ষের গোলে রোনালদোদের জয়, ফ্রান্সের হোঁচট
২০২২ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন রাতই গেল বড় কয়েকটি দলের জন্য। ফ্রান্স, নেদারল্যান্ডস, পর্তুগালের মতো দলগুলোর কেউ-ই দাপুটে ফুটবল খেলে প্রতিপক্ষকে শাসন করতে পারেনি। উল্টো তাদেরকেই চমকে দিয়েছে প্রতিপক্ষরা। প্রতিপক্ষের ভুলে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল জয়ে পেলেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও নেদারল্যান্ডসকে।
'এ' গ্রুপের ম্যাচে তুরিনে আজারবাইজানকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এটা পর্তুগিজদের হোম ম্যাচ ছিল। কিন্তু করোনার বিধিনিষেধের কারণে পর্তুগালে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। যে কারণে জুভেন্টাসের হোম ভেন্যু তুরিনে আজারবাইজানের মুখোমুখি হতে জয় রোনালদোদের।
'ডি' গ্রুপের ম্যাচে বুধবার ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে ইউক্রেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স। অঁতোয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় ফরাসিরা। কিন্তু নিজেদের ভুলেই প্রতিপক্ষকে সমতায় ফেরায় তারা। ফ্রান্সের আত্মঘাতী গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইউক্রেন।
সবচেয়ে বড় হতাশার রাত ছিল নেদারল্যান্ডসের জন্য। 'জি' গ্রুপের ম্যাচে ইস্তাম্বুলে তুরস্কের বিপক্ষে ৪-২ গোলে হেরে গেছে নেদারল্যান্ডস। তুরস্কের হয়ে হ্যাটট্রিক করেন বুরাক ইলমাজ। বাকি গোলটি করেন হাকান কালহোনোগলু। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ড্যাভি ক্লাসেন ও লুক ডি জং।
কাতার বিশ্বকাপ বাছাইয়ে বুধবার রাতে আরও বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে সার্বিয়া। বসনিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছেন ফিনল্যান্ড। গ্যারেথ বেলের দেশ ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে বেলজিয়াম।
বড় জয় পেয়েছে চেক প্রজাতন্ত্র। এস্তোনিয়াকে ৬-২ গোলে হারিয়েছে তারা। লাটভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে মন্টেনিগ্রো। ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া। মাল্টার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রাশিয়া।