প্রশংসায় ভাসছেন ‘অবিশ্বাস্য’ মুস্তাফিজ
অসাধারণ, অনিন্দ্য সুন্দর, অবিশ্বাস্য; এসব বিশেষণও যেন মুস্তাফিজুর রহমানের জন্য কম হয়ে যাচ্ছে। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে কোনো উইকেট পাননি বাংলাদেশের বাঁহাতি এই পেসার। উইকেট না পেয়েও কোনো বোলিং স্পেল দিয়ে সবাইকে তাক করে দেওয়ার এমন ঘটনা ক্রিকেটে খুব বেশি নেই। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি জয়ে মুস্তাফিজের নামটি নেওয়া হচ্ছে বড় করে।
বলা হয় টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের ফরম্যাট। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে বোলারদের ওপর দিয়ে রীতিমতো ঝড় যায়। সেখানে কিনা ৪ ওভারে মুস্তাফিজের খরচা মাত্র ৯ রান, ৪ ওভারের ২৪ বলের মধ্যে ১৫টি ডট বল দিয়েছেন তিনি (০ ১ ১ ১ ০ ০ ১ ০ ০ ০ ০ ০ ০ ১ ১ ১ ১ ০ ০ ১ ০ ০ ০ ০)। যা অবিশ্বাস্যই, অতিমানবীয় বললেও ভুল হয়তো ভুল হবে না।
বাংলাদেশ পেসার আরও বড় মুন্সিয়ানা দেখিয়েছেন ১৯তম ওভারে। জয়ের জন্য শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারে গিয়ে দুই অজি ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ও ড্যান ক্রিশ্চিয়ানকে রীতিমোত বোকা বানিয়ে দেন মুস্তাফিজ। মাত্র এক রান খরচা করে ম্যাচ নিয়ে আসেন হাতে মুঠোয়। তাই অস্ট্রেলিয়ার যাওয়া ৪ উইকেট অন্যরা নিলেও ১০ রানের যে ব্যবধান থেকে যায়, সেটার কৃতিত্ব মুস্তাফিজের ঝুলিতেই উঠেছে।
মুস্তাফিজের এমন বোলিংয়ে মুগ্ধ অনেকেই। সাবেক অনেক ক্রিকেটারই বাঁহাতি এই পেসারের প্রশংসায় মেতেছেন। এই তালিকায় আছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার ভিভিএস লক্ষণ ও ওয়াসিম জাফর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ে বাংলাদেশকে অভিনন্দন জানান লক্ষণ। একই টুইটে মুস্তাফিজকে নিয়ে বিস্ময়ের কথা জানিয়েছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। তিনি লিখেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জেতায় বাংলাদেশকে অভিনন্দন। দেখে ভালো লাগছে ফিজ তার সেরা ছন্দে ফিরেছে। কী বিস্ময়কর বোলিং পারফরম্যান্স! ক্রিকেটকে ভালোবাসা বাংলাদেশের ভক্তদের জন্যও ভালো লাগছে।'
ভারতের আরেক সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর মুস্তাফিজের বোলিংকে পাগল করে দেওয়ার মতো জানিয়ে টুইটে লিখেছেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ে বাংলাদেশকে অভিনন্দন। মুস্তাফিজের বোলিং ফিগার রীতিমতো পাগলাটে, ৪-০-৯-০। রোমাঞ্চে দুলতে থাকা ম্যাচে ১৯তম ওভারে সে মাত্র এক রান দিয়েছে!'
সিরিজ জয়ের পর ড্রেসিং রুমে 'আমরা করব জয়' গেয়েছেন বাংলাদেশ দলের সবাই। এই ভিডিওটি নিজের টু্ইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন মুস্তাফিজ। তার টুইটটি রিটুইট করেছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করে যাওয়া অ্যাশওয়েল প্রিন্স। বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি টুইটে লিখেছেন, 'আপনি যদি বিশ্বাস রাখেন, সেটা আপনি অর্জন করতে পারবেন। সাবাশ টাইগার বয়েজ।'
গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের বাকি অংশেও দলটির হয়ে খেলবেন তিনি। দলের ক্রিকেটারের এমন পারফরম্যান্সে রাজস্থান রয়্যালসও উচ্ছ্বসিত। ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, 'চার ওভার, ১৫ ডট বল, শেষের দুই ওভার অসাধারণ। ফিজ- দ্য ডিফিকাল্ট কাস্টমার।'
৫২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ম্যাচের পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মুস্তাফিজের দিকে আঙুল দিয়ে যেন বলতে চাইলেন, 'আমি নই, নায়ক আসলে সে।'
মাহমুদউল্লাহ বলেন, 'টি-টোয়েন্টিতে মাঝে মাঝে পরিকল্পনা অনুযায়ী কিছু হয়, আবার কখনও হয় না। সাকিবকে যখন আনা হলো, তখন উইকেট দরকার ছিল, সেটা সে এনে দিয়েছে। আর সব বোলার ফিল্ডারকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে মুস্তাফিজ। সবাই সবকিছু উজাড় করে দিয়ে বোলিং করেছে।'