নেপালের বিপক্ষে প্রথমার্ধ শেষে এগিয়ে বাংলাদেশ
সমীকরণ একটাই, জিতলে ফাইনাল; হারলেই বিদায়। দীর্ঘ সময় পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয়েছে জামাল ভূঁইয়ার দল। ১৬ বছর পর ফাইনাল স্বপ্নের বিভোর বাংলাদেশ ম্যাচের শুরুতেই এগিয়ে গেছে। প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড ধরে রেখেছে অস্কার ব্রুজোনের দল।
নবম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্তে ডি-বক্সের একটু দূরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। দারুণ একটা ফ্রি-কিক নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। নেপালের রক্ষণভাগের দেয়ালে লেগে বল একটু উঁচু হয়ে আসে। ডি-বক্সে কিছুটা ফাঁকায় থাকা সুমন রেজা দারুণ হেডে বল জালে জড়ান। মতিনের বদলে এদিন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ এই গোলদাতাকে মাঠে নামানো হয়।