আর্জেন্টিনাকে হারানোয় একদিনের সরকারি ছুটি ঘোষণা করলো সৌদি আরব
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনাকে হারানোয় বুধবার (২৩ নভেম্বর) একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সৌদি আরব।
আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরব। অনেকের ভাষ্যে, বিশ্বকাপের ইতিহাসে এটি সবচেয়ে বড় একটি 'অঘটন'। তবে যে যাই বলুক না কেন, এই মুহূর্তে বাঁধভাঙা আনন্দে মেতেছেন সৌদি আরবের সমর্থকরা।
দেশের জনগণ যাতে আর্জেন্টিনার বিরুদ্ধে এই জয় উদযাপন করতে পারে, সেজন্য সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একদিনের সরকারি ছুটির প্রস্তাব করার পর রাজ্যের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ এর অনুমোদন দিয়েছেন বলে খবর আরব নিউজের।
বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই অবিশ্বাস্যভাবে সৌদি আরবের কাছে বড় হোচট খেয়েছে আলবিসেলেস্তেরা। এক ম্যাচ জয়ের মাধ্যমেই আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের সমীকরণ বেশ জটিল করে তুলেছে সৌদি আরব।