বিশ্বকাপের কত গোল? কোন আসর এগিয়ে!
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে কাতার বিশ্বকাপ ২০২২। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে প্রতিদিন মাঠে উপস্থিত হচ্ছেন, গলা ফাটাচ্ছেন পছন্দের দলের জন্য। মাঠের বাইরেও টিভি সেটের সামনে, বড় পর্দায়, সারা দুনিয়ায় চলে বিশ্বকাপের আনন্দ, উল্লাস এবং উদযাপন। এই আনন্দ বহুগুণ বেড়ে যায় যখন মাঠের খেলা হয়ে উঠে জমজমাট। দুর্দান্ত পারফর্মেন্স দেখে চোখ আটকে থাকে খেলোয়াড়ের পায়ে, গোল হলেই সবার উল্লাস!
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ৩২ দল মিলে মোট ১৬৯ টি গোল করেছিল যা টুর্নামেন্টের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের হিসেবে যৌথভাবে প্রথমেই আছে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ ও ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টে সব দল মিলে ১৭১ গোল উপহার দিয়েছে দর্শকদের।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরিং ম্যাচ
১৯৩০ সালে ফিফা বিশ্বকাপের প্রথম আসর শুরু। এখন ২০২২ সাল, বিশ্বকাপের ২২ তম আসর চলছে। এরই মধ্যে শত শত বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এর মধ্যে ১৯৫৪ সালের ২৬ জুন ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে অস্ট্রিয়া সুইজারল্যান্ডের লুসানে সুইজারল্যান্ডকে ৭-৫ গোলে পরাজিত করে । ম্যাচে করা দুই দলের মোট ১২ টি গোল বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে এবং সর্বোচ্চ স্কোরিং ম্যাচ হিসেবে যা আজ পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী।
বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলদাতা ফুটবলার
রাশিয়ার ওলেগ সালেঙ্কো বিশ্বকাপের এক ম্যাচে একক খেলোয়াড় হিসেবে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েছেন। ১৯৯৪ সালে গ্রুপ পর্বের একটি ম্যাচে ক্যামেরুনকে ৬-১ গোলে হারায় রাশিয়া। যার পাঁচটি গোল করেছেন ওলেগ সালেঙ্কো। ২৫ বছর বয়সী সালেঙ্কো ১৫ মিনিটের মাথায় গোল করা শুরু করেছিলেন, খেলার ৪১ মিনিটে আরেকটি গোল এবং ৪৪ তম মিনিটেই হাফ টাইমের আগে হ্যাটট্রিক করেছিলেন।সালেঙ্কো ৭২ তম মিনিটে করেন চতুর্থ গোল এবং ৭৫ মিনিটে গোল দিয়ে বিশ্বকাপ আসরের এক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের নামের পাশে লেখান।
বিশ্বকাপ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ফুটবলার
বিশ্বকাপের একটি টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের সর্বাধিক গোল করার রেকর্ডটি এখনও কিংবদন্তি ফরাসি ফরোয়ার্ড জাস্ট ফন্টেইনের দখলে রয়েছে। তিনি ১৯৫৮ সালে সুইডেনে মাত্র ছয়টি ম্যাচে অসাধারণভাবে ১৩ টি গোল করতে সক্ষম হন। অন্যদিকে, চার বিশ্বকাপ মিলিয়ে মোট ১৬ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোল দাতার রেকর্ড করেছেন মিরোস্লাভ ক্লোসা।
বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি গোল
১৯৫৮ সালে, বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরিং ফাইনালে ব্রাজিল সুইডেনের বিপক্ষে ৫-২ গোলে জয়ী হয়। ভাভা, পেলে এবং মারিও জাগালোর দ্বিতীয়ার্ধের স্ট্রাইকসহ দক্ষিণ আমেরিকান দেশটি তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে । মজার বিষয় হল, এই ম্যাচটি বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ডও ভেঙেছে, যেখানে ব্রাজিলের পেলে ১৭ বছর ২৪৯ দিনে সবচেয়ে কম বয়সী গোল দাতা হয়েছেন এবং সুইডেনের নিলস লিডহোম ৩৫ বছর ২৬৩ দিনে সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ড করেছেন।