আরব বসন্তের বিশ্বকাপে এবার এশিয়ার দাপট, জার্মানিকে হারাল জাপান
আরব বসন্তের বিশ্বকাপে এবার চমক দেখাল জাপানও। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে তারা হারিয়েছে ২-১ ব্যবধানে। কাতারের খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপের অন্যতম ফেভারিট জার্মানদের সঙ্গে পিছিয়ে পরেও জিতেছে ব্লু সামুরাইরা।
আরব বসন্তের পর এবার বিশ্বকাপে এশিয়ান দাপট দেখল কাতার। বিশ্বকাপের অন্যতম ফেভারিট জার্মানিকে স্তব্ধ করে দিয়েছে সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। ফেভারিটদের হারিয়ে অথবা রুখে দিয়ে চমক দেখাচ্ছে ছোট দলগুলো। সেই তালিকায় এবার যুক্ত হল জাপানের নাম।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্লু সামুরাইরা। ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফেরত এসে এই অসাধারণ জয় তুলে নিল এশিয়ার দেশটি। ম্যাচের আগেই অঘটনের সম্ভাবনা নিয়ে কথা উঠেছিল, জার্মান মিডফিল্ডার জোশুয়া কিমিচ বলেছিলেন অঘটন ঠেকাতে প্রস্তুত তারা। কিন্তু জাপানের খেলোয়াড়দের মনে যে ছিল ভিন্ন চিন্তা!
গ্রুপ 'ই'র প্রথম ম্যাচ ছিল এটি। ম্যাচের প্রথমার্ধে জার্মানির গোছানো পাসিং ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলেছিল জাপান, প্রথমার্ধে ৮১% সময় বলের দখল ছিল জার্মানদের কাছে। কিন্তু গোলের সামনে এসেই সব ভুলে যাচ্ছিল জার্মানরাও, ফলে গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট পর্যন্ত, পেনাল্টি থেকে জার্মানিকে এগিয়ে দেন ইলকায় গুন্ডোগান। এরপর ৪৫ মিনিটে কাই হাভার্টজ গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয় সেটি।
প্রথমার্ধে পাত্তা না পাওয়া জাপানই দ্বিতীয়ার্ধে যেন পুরো ভিন্ন এক দল হয়ে উঠে, জার্মানির আক্রমণ সামলে মুহূর্মুহূ আক্রমণে যাচ্ছিল তারাও, এরই ফল হিসেবে ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে সমতা ফেরান জাপানের রিতসু দোয়ান। গোল করেই বসে থাকেনি জাপানিজরা, আক্রমণের ধার বরং বাড়িয়ে জার্মানিকে কোণঠাসা করে তোলে তারা। সেটির ফলাফলই জাপান পায় ৮৩ মিনিটে, তাকুমা আসানোর দুর্দান্ত ফিনিশে ২-১ গোলে এগিয়ে যায় তারা।
এরপরও নিজেদেরকে রক্ষণের খোলসে বন্দী করেনি জাপান, যার ফলে বেগ পেতে হচ্ছিল জার্মানিকে। নির্ধারিত সময়ের ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটেও আর গোল শোধ করতে পারেনি জার্মানি। ২-১ ব্যবধানের ম্যাচ জেতে জাপান।
এই জয়ের ফলে 'ই' গ্রুপের শীর্ষে উঠে গেল ব্লু সামুরাইরা। জার্মানির অবস্থান টেবিলের তলানিতে।
ম্যাচে আধিপত্য বিস্তার করেও ইতিবাচক ফলাফল পায় নি জার্মানি। ৭৪ শতাংশ সময় বল দখলে ছিল জার্মানদের। গোলমুখী প্রচেষ্টাও ঢের বেশি তাদের, জার্মানদের ২৬ চেষ্টার বিপরীতে জাপানের প্রচেষ্টা ছিল ১২ টি। কিন্তু দিনশেষে ফুটবল গোলের খেলা। আর সেখানেই জিতে গেছে এশিয়ার ঝান্ডাধারী জাপান।
নিজেদের পরবর্তী ম্যাচে জার্মানির প্রতিপক্ষ আরেক ফেভারিট স্পেন, জাপান লড়বে কোস্টারিকার বিপক্ষে।