‘ইংল্যান্ডের কোচকেও আফগান যুদ্ধ নিয়ে প্রশ্ন করুন’ ইরানী কোচের কড়া জবাব
কাতারের ফিফা বিশ্বকাপের আসরে আবারও খেলা ছাপিয়ে আলোচনায় এসেছে ইরানের সরকার বিরোধী আন্দোলন। আর তা নিয়েই এবার বিরক্তি প্রকাশ করলেন ইরানের কোচ কারলোস কাইরোজ। খবর দ্য গার্ডিয়ানের।
আজ শুক্রবার বিকাল চারটায় মুখোমুখি হতে চলেছে ইরান ও ওয়েলস। তবে ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে আবারও রাজনৈতিক প্রশ্নের সম্মুখীন হন কারলোস। এবার তিনি ক্ষোভ চেপে রাখেননি।
বিবিসি-র সাংবাদিক শাইমা খলিলকে এক পালটা প্রশ্নে কারলোস বলেন, কেন শুধু তাকেই রাজনৈতিক প্রশ্ন করা হয়। শাইমাকে তিনি জিজ্ঞেস করেন, ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটকে কেন তবে আফগানিস্তান যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় না।
সংবাদ সম্মেলন চলাকালে কারলোস কুইরোজ সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে বলেন সাংবাদিকদের অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে। তিনি আরও বলেন এটা পরিষ্কার যে পৃথিবীর বড় বড় ইস্যুগুলো নিয়ে কথা হওয়া উচিত। সেজন্য অন্য কোচদেরও এই প্রশ্নগুলো করার সময় এসেছে। কিন্তু 'আশ্চর্যজনক' হলো অন্য কোচদের এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয় না।
বিবিসি সাংবাদিককে তিনি প্রশ্ন করেন, 'অন্য কোচদের আপনি কেন জিজ্ঞেস করেন না? সাউথগেটকে কেন জিজ্ঞেস করেন না যে, "ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র যে আফগানিস্তান ও সেখানকার নারীদের একা ফেলে রেখে এসেছে সেটা নিয়ে আপনার কী অভিমত?"'
এর আগে সাংবাদিক শাইমা খলিল ইরানী স্ট্রাইকার মেহদী তারেমিকে প্রশ্ন করেন 'ইরানের রাস্তায় আন্দোলনকারীদের জন্য আপনি কী বার্তা দিতে চান?'
সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর পর থেকেই উত্তাল ইরান।
সোমবার ইংল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ইরানি খেলোয়াড়রা খেলা শুরু আগে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকেন।