নেইমারকে ফাউল করা বন্ধ করতে হবে: ব্রাজিল কোচ তিতে
বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে একের পর এক ফাউলের শিকার হয়ে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। পায়ের গোড়ালিতে চোট পেয়ে গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। এবার ব্রাজিলের কোচ তিতে মুখ খুলেছেন এ বিষয়ে, তিনি বলেছেন নেইমারকে এত বেশি ফাউল করা 'বন্ধ করতে হবে'।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিটে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার সময় নেইমারের চোখে ছিল পানি। বেঞ্চে বসে বাকি সময়টা হতাশা ও বিষাদের মধ্যেই কাটিয়েছেন পিএসজি তারকা। এরপর সোশ্যাল মিডিয়ায়ও লিখেছেন আবেগঘন পোস্ট। যদিও সেদিন তার দল জিতেছে ২-০ গোলে।
আজ বাংলাদেশ সময় রাত দশটায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে নেইমারের ইনজুরি প্রসঙ্গে কোচ তিতে বলেন, "আপনি যদি সুন্দর ফুটবল খেলতে চান, তাহলে আপনাকে ফাউলের বিষয়টির দিকে গুরুত্ব দিতেই হবে। তারা নির্দিষ্ট কিছু খেলোয়াড়কেই টার্গেট করে। এটাই হচ্ছে তার প্রভাব। কিন্তু এটা বন্ধ করতেই হবে।"
২০১৪ সালে নেইমারের প্রথম বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে ব্রাজিলিয়ান তারকাকে ৫৪ বার ফাউল করা হয়েছে, যা অন্যান্য খেলোয়াড়দের চেয়ে অন্তত ১১ গুণ বেশি!
সার্বিয়ার বিপক্ষে ম্যাচে নেইমারকে নয়বার ফাউল করা হয়েছে যা কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে নামা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
আজ সুইজারল্যান্ড ও আগামী ৩ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে পাচ্ছে না ব্রাজিল। তবে কোচ তিতে বলেছেন, নেইমার বিশ্বকাপের অন্য ম্যাচগুলোতে খেলবেন এ ব্যাপারে তিনি আশাবাদী।
"আমার বিশ্বাস, নেইমার এবং দানিলো (ইনজুরিতে থাকা ডিফেন্ডার) বিশ্বকাপে খেলবে। তবে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সব তথ্য আমি এখনই প্রকাশ করতে পারছি না", বলেন তিতে।
তিনি আরও যোগ করেন, "আমি শুধু এটুকুই বলবো যে নেইমার এবং দানিলোর অবস্থা পরিবর্তন হয়েছে এবং আমার বিশ্বাস তারা বিশ্বকাপে খেলবে।"
সূত্র: বিবিসি