‘পোল্যান্ডের কাছে হারে মা দুঃখ পেয়েছেন’, জানালেন পোলিশ বংশোদ্ভূত সৌদি কোচ
আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দেওয়া সৌদি আরব তাদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের কাছে হেরে গিয়েছে। ম্যাচের আগেই সৌদি আরব দলের ফরাসি কোচ হার্ভে রেনার্ড জানিয়েছিলেন, এই ম্যাচটি তার জন্য 'বিশেষ কিছু' কারণ তার মা-বাবা পোলিশ বংশোদ্ভূত। কিন্তু শনিবার পোল্যান্ডের কাছে তার দল হেরে যাওয়ায় তিনি মাকে হতাশ করেছেন বলেই মনে করছেন এই কোচ।
এবারই প্রথম মাঠে এসে বিশ্বকাপ দেখছেন রেনার্ডের মা। পোলিশ বংশোদ্ভূত হলেও শনিবার সৌদি আরবের জার্সি গায়েই খেলা দেখতে এসেছিলেন তিনি। কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ের সাক্ষী হয়েছিলেন তার মা।
"আমার মনে হয় মা প্রতি সপ্তাহেই দুই-তিনটি ফুটবল ম্যাচ দেখেন। আমার মা ফুটবল ভালোবাসেন এবং আর্জেন্টিনার বিপক্ষে জয়ে তিনি বেশ খুশি হয়েছেন তিনি", বলেন রেনার্ড।
কিন্তু আর্জেন্টিনা ম্যাচের পুনরাবৃত্তি ঘটেনি পোল্যান্ডের সাথে। রবার্ট লেভানদোভস্কির এক গোলসহ ২-০ ব্যবধানে হারে সৌদি আরব।
সৌদি কোচ বলেন, "আজ সন্ধ্যায় আমি আমার মাকে খুশি করতে পারিনি। আমি জানি তিনি বেশ দুঃখ পেয়েছেন। আমার মা আমাকে সব সময় হাল না ছাড়তে মনোবল জুগিয়েছে, পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফেরত আসতে পারবো বলেই আশ্বাস দিয়েছি মাকে।"
শুক্রবার প্রেস কনফারেন্সের পর রেনার্ডের সাথে সেলফি তোলার জন্য ভিড় জমান ভক্তরা। ফরাসী কোচ হাসিমুখেই সবার সাথে ছবি তোলেন। ভীড় এড়িয়ে চলে যাওয়ার তাড়াহুড়ো তিনি দেখাননি।
আন্তর্জাতিক পর্যায়ে এরই মধ্যে বেশ সাফল্য পেয়েছেন রেনার্ড। ২০১২ সালে জাম্বিয়াকে প্রথমবারের মত আফ্রিকান কাপ অব নেশনস শিরোপা এনে দিয়েছিলেন তিনি। লিলি এবং সোশোর এই সাবেক কোচ মরক্কোকে ২০১৮ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করেছিলেন। ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো টুর্নামেন্টে পৌঁছেছিল মরক্কো। তার দল তিনটি গ্রুপ পর্বের খেলায় মাত্র এক পয়েন্ট পেয়েছিল, তবে স্পেনের সাথে ২-২ ড্র করার আগে ইরান ও পর্তুগাল উভয়ের কাছেই ১-০ গোলে হেরেছিল।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জিতে দুর্দান্তভাবে যাত্রা শুরু করেছে রেনার্ডের সৌদি আরব। ড্রেসিং রুমে তার দেওয়া বক্তব্য সবাইকে মুগ্ধ করেছে, দলকে অনুপ্রেরণা জুগিয়েছে। এখনো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়ার সুযোগ থেকে যাচ্ছে সৌদি আরবের। মেক্সিকোর বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনা বা পোল্যান্ডের সাথে দ্বিতীয় পর্বে যাওয়ার সুযোগ আছে হার্ভে রেনার্ডের শিষ্যদের।
পোল্যান্ডের গোলরক্ষক এবং নিজের দলের প্রশংসা করে রেনার্ড বলেন, "আমরা তাদের কাছে হেরেছি কারণ আমরা খেলায় যথেষ্ট দক্ষতা দেখাতে পারিনি। পোল্যান্ডের ভয়চেক সেজনি একজন দুর্দান্ত গোলরক্ষক; মাঠে সে দারুণ খেলেছে। আমার দল দুই ম্যাচ খেলে ফেলেছে। কেউ মনে করেনি সৌদি আরব এত ভালো ফুটবল খেলতে পারে।"
মেক্সিকোর বিপক্ষে জয় দিয়ে সৌদি আরব পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করতে চায় বলে সমর্থকদের আশ্বস্ত করতে চান রেনার্ড। ৩০ নভেম্বরে গ্রুপ পর্বের শেষ খেলায় ভক্ত ও সমর্থকদের একই রকম ভালোবাসা পেতে চান তিনি।
সূত্র: এপি