'বিশ্বকাপ জেতা আমার নেশা, আমার স্বপ্ন', পোল্যান্ডকে হারানোর পর বললেন কিলিয়ান এমবাপ্পে
কাতার বিশ্বকাপের নক-আউট পর্বে পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ফ্রান্স। ফরাসিদের তিনটি গোলের মধ্যে দুটিই করেছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২৩ বছর বয়সেই বিশ্বকাপ গোলে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং দিয়েগো ম্যারাডোনার চেয়ে এগিয়ে গেছেন পিএসজি ফরোয়ার্ড, সমতায় আছেন মেসির সাথে।
রোববার স্বপ্নের মতো এক জয়ের পর কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, ফ্রান্সের হয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতা এখন তার অন্যতম লক্ষ্য এবং ঠিক এই স্বপ্নটাই এতদিন দেখছিলেন তিনি।
"অবশ্যই এই বিশ্বকাপ আমার কাছে একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছে, এটা আমার স্বপ্নের প্রতিযোগিতা", বলেন চার বছর আগে ফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপজয়ী খেলোয়াড় এমবাপ্পে।
তিনি আরও যোগ করেন, "আমি এই প্রতিযোগিতাকে কেন্দ্র করেই আমার এবারের মৌসুমের খেলা সাজিয়েছি এবং শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছি। আমি পুরোপুরি তৈরি হয়েই বিশ্বকাপ মঞ্চে আসতে চেয়েছি এবং এখন পর্যন্ত সবকিছু ভালোয় ভালোয়ই যাচ্ছে। তবে আমি এবং আমরা এখনও শিরোপা জয়ের যে লক্ষ্য নির্ধারণ করেছি, তা থেকে এখনও অনেকটা পথ দূরে আছি।
চলমান বিশ্বকাপে মাত্র চার ম্যাচ খেলে পাঁচ গোল করা এমবাপ্পে এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রতিপক্ষের কাছে তিনি অপ্রতিরোধ্য এক নাম, যার দুর্দান্ত গতি ও গোল করার ক্ষমতা তাদেরকে ভীত করে! বিশ্বকাপ প্রতিযোগিতায় ফ্রান্সের হয়ে মোট ১১টি ম্যাচ খেলে নয় গোল দিয়ে ফ্রান্সের দ্বিতীয় শীর্ষ গোলদাতাও হয়ে উঠেছেন এমবাপ্পে।
এখন এমবাপ্পের সামনে রয়েছেন শুধু একজন, তিনি ফরাসি কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেইন। ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে ১৩টি গোলসহ তিনিই বিশ্বকাপ আসরে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা।
তবে এমবাপ্পে জোর দিয়েই দাবি করছেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বল জেতা নিয়ে তিনি ভাবছেন না। বরং তার লক্ষ্য বিশ্বকাপ জেতা, যার জন্য পরবর্তী ম্যাচ জিতে আগে সেমিফাইনালে পৌঁছাতে হবে ফ্রান্সকে।
"আমি শুধু এটারই (বিশ্বকাপ জয়ের) স্বপ্ন দেখছি। আমি এখানে গোলদেন বল জিততে আসিনি। আমি এখানে এসেছি জিততে এবং ফ্রান্স জাতীয় দলকে সাহায্য করতে", বলেন পিএসজি ফরোয়ার্ড।
এদিকে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের ৫২তম আন্তর্জাতিক গোলটি করার মাধ্যমে থিয়েরি অঁরিকে পেছনে ফেলে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হয়েছেন অলিভিয়ের জিরু। তবে সবাইকে ছাপিয়ে এমবাপ্পের খেলা আলাদাভাবে নজরে পড়েছে দর্শক-সমর্থকদের।
অস্ট্রেলিয়া ও ডেনমার্কের সাথে দুটি ম্যাচেই 'ম্যান অব দ্য ম্যাচ' হয়েছিলেন এমবাপ্পে, কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলা এড়িয়ে গিয়েছিলেন; যে কারণে ফ্রান্স ফুটবল ফেডারেশনকে জরিমানা করে ফিফা।
তবে এবার মুখ খুলেছেন এমবাপ্পে। তার ভাষ্যে, "অনেকেই ভাবে যে আমি কেন গণমাধ্যমের সামনে খুব বেশি কথা বলি না, কিন্তু এখানে সাংবাদিকদের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভই নেই। আমি শুধু মাঠের খেলার দিকেই পূর্ণ মনোযোগ দিতে চাই। আর যখন আমাকে খেলার দিকে মনোযোগ দিতেই হবে তখন আমি তা শতভাগ দিতে চাই। আমি অন্য কোনোকিছুর ওপর আমার শক্তি অপচয় করতে চাই না। আর জরিমানার ব্যাপারে যদি বলি, আমি ব্যক্তিগতভাবে সেটা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছি।"
সূত্র: এএফপি